ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে লোপাট ২৫ লক্ষ, বিধাননগর পুলিশের হাতে ২ পান্ডা
আজ তক | ১৬ এপ্রিল ২০২৫
দেশে ডিজিটাল অ্যারেস্টের নামে লাগাতার প্রতারণার অভিযোগ বাড়ছে। শুধু তাই নয়, গোটা দেশজুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। এরাজ্যও তার ব্যতিক্রম নয়। বাংলার বিভিন্ন প্রান্ত থেকেও মাঝে মধ্যেই উঠে আসছে সাইবার অপরাধের অভিযোগ। বিগত কয়েক মাসে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগে একের পর এক অভিযোগ জমা পড়েছে। তারই মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি করেছে পুলিশ। এবার সিআইডি অফিসার পরিচয় দিয়ে ফোন করে প্রতারণা। ২৫ লক্ষ টাকা না দিলে গ্রেফতার করা হবে। এই বলে সব টাকা সাফ করে দিল প্রতারকরা। তারপরে খবর পেয়ে হরিয়ানা থেকে প্রতারকদের ধরে পুলিশ।
বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে ডিজিটাল গ্রেফতারির ২ পান্ডা
পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ের সিআইডি অফিসার পরিচয় দিয়ে সল্টলেকের বাসিন্দা এক মহিলাকে ফোন করে ২ ব্যক্তি। তাতে বলা হয় যে ওই মহিলা একটি ভুয়ো কমপ্লেন করে, সেই কারণে একটি নোটিশ এসেছে। আপনাকে গ্রেফতার করা হবে এবং ২৫ লক্ষ টাকা দিতে হবে। এরপর ওই মহিলা ভয় পেয়ে সেই টাকা দিয়েও দেন। পরে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।
মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় গোটা বিষয়টা খুলে বলেন। তারপরই অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে হরিয়ানা থেকে চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁদের বিধাননগর কোর্টে তোলা হয়।