ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে আজ মমতার মিটিং, ওয়াকফ আইন বিরোধিতা কোন পথে?
আজ তক | ১৬ এপ্রিল ২০২৫
ওয়াকফ আইনের বিরোধিতা করে সম্প্রতি রাজ্যের একাধিক অঞ্চলে হিংসে ছড়িয়েছিল। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও চাপা উত্তেজনা রয়েছে হিংসা কবলিত মুর্শিদাবাদের নানা প্রান্তে। আর এই আবহেই আজ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সভার আয়োজন করেছে ‘অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম সোশাল অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন’। সেখানেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে রাজ্যে ছড়িয়ে পড়ে অসন্তোষের ঢেউ। বিশেষত, সংখ্যালঘু সমাজের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। আইনটির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে বিক্ষোভ। যার অন্যতম কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ ও মালদার জেলার বেশ কিছু এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে, মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে। যদিও এই বৈঠকের পরিকল্পনা সংঘর্ষের ঘটনা ঘটার আগেই করা হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রসাসনিক এবং রাজনৈতিক মহল মনে করছে, আজকের এই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সমাজের উদ্দেশে সামগ্রিক ভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন।
এই সভার মঞ্চ থেকে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে নিজের, তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের অবস্থানও স্পষ্ট করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করে এসেছে। দলের একাধিক সাংসদ সংসদের ভিতরে ও বাইরে এ নিয়ে সরব হয়েছেন। কিন্তু, তারপরও এই বিল আটকানো সম্ভব হয়নি বিরোধীদের পক্ষে। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কার্যত নজিরবিহীনভাবে ভোর রাতে এই বিল লোকসভায় পাস করায়। পরবর্তীতে তা রাজ্যসভাতেও পাস হয়ে যায়।