• সৌরভকে নবান্ন অভিযানে আমন্ত্রণ জানাতে গিয়ে থানায় যেতে হল চাকরিহারা শিক্ষকদের
    হিন্দুস্তান টাইমস | ১৬ এপ্রিল ২০২৫
  • নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানাতে তাঁর বাড়িতে গিয়ে 'আটক' তিনজন চাকরিহারা। মঙ্গলবার চাকরিহারা প্রতিনিধিরা বেহালায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে যান। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের সদস্যদের। উলটে তাঁদের ঠাকুরপুকুর থানায় নিয়ে যায় পুলিশ। তবে পুলিশ নাকি সেই চাকরিহারা শিক্ষকদের জানান, তাঁদের আটক বা গ্রেফতার করা হয়নি। তাঁদের বাড়ির কোনও সদস্য এলেই তাঁদের ছেড়ে দেওয়া হবে।



    জানা গিয়েছে, ঠিক কী কারণে সৌরভের বাড়ির সামনে সেই তিনজন গিয়েছিলেন, তা জানতেই তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। চাকরিহারা শিক্ষকরা বলেন, সৌরভ গঙ্গোপধ্যায় সম্মানিত ব্যক্তি। তাই তাঁদের কর্মসূচিতে সৌরভকে আমন্ত্রণ জানাতে চাইছিলেন তাঁরা। এছাড়া মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারারা। সৌরভ গঙ্গোপাধ্য়ায় যদি এই ব্যবস্থা করে দেন তাহলে তাঁদের অত্যন্ত উপকার হয় বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এই বিষয়ে এক চাকরিহারা শিক্ষক বলেন, 'দাদার সঙ্গে মাননীয়ার একটা সুসম্পর্ক আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি অনেক সময়ই থাকেন। তাই আমরা চাইছি তিনি যেন মুখ্যমন্ত্রীকে আমাদের বিষয়টি বলেন যাতে আমাদের একটা সমাধান হয়। সেই কারণে নবান্ন অভিযানে ওঁকে আমন্ত্রণ জানাতে এসেছি।'



    উল্লেখ্য, আগামী ২১শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরত পাওয়ার দাবিতে তাঁরা এই অভিযানে শামিল হবেন। তাঁদের দাবি, যোগ্য় হওয়া সত্ত্বেও আমাদের চাকরি চলে গিয়েছে। এটা মেনে নেওয়া যায় না। চাকরিহারা শিক্ষদের অভিযোগ, সরকারের সদিচ্ছার অভাবেই চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষকা ও শিক্ষা কর্মীরা। এদিকে সৌরভকে আমন্ত্রণ জানানোর আগে আরজি কর হাসাপাতালে ধর্ষণ-খুন হওয়া চিকিৎসকের মা-বাবার সঙ্গে দেখা করে ২১ এপ্রিলের কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের এই সংগঠন। এদিকে জানা যায়, গতকাল থানার সামনে পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে এক চাকরিহারা শিক্ষক পড়ে গিয়েছিলেন। তিনি পায়ে চোট পান। এই আবহে তড়িঘড়ি সেই চাকরিহারাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)