এই সময়: আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ওই উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, বুধবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একাধিক দপ্তরের সচিব ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত উদ্বোধন ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতেই বৈঠক ডাকা হয়েছে।
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা চলছে। মন্দির উদ্বোধনে ১০ থেকে ১৫ হাজার মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। উপস্থিত থাকবেন একাধিক ভিভিআইপি। তাই নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল নবনির্মিত মন্দির চত্বরে যজ্ঞের আয়োজন করা হয়েছে। বহু মানুষ সেই যজ্ঞেও যোগ দেবেন। এই দু’দিনের কর্মসূচি ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর কিছু না–ঘটে, সে জন্যে সতর্ক প্রশাসন।
২৮ এপ্রিল বিকেলের পর থেকে দিঘায় পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করা হতে পারে। মুখ্যমন্ত্রী ওই দিনই দিঘায় পৌঁছে যাবেন। উদ্বোধন অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী তাজপুর ট্যুরিস্ট লজে শিল্প–প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন।