• মুর্শিদাবাদের ঘটনা ‘পূর্ব পরিকল্পিত’, শাহকে সামলাতে মোদীকে বার্তা মমতার
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের অশান্তির ঘটনা ‘পূর্ব পরিকল্পিত’। নেতাজি ইন্ডোরে ইমামদের সভা থেকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘আপনাদের প্ল্যান কী? বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি করা? বলছে, এটাতে বাংলাদেশের হাত আছে। যদি তাই হয়, তা হলে সীমান্ত BSF সামলায়, রাজ্য নয়। আপনারা কেন ঢুকতে দিলেন? আমাকে বলতে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত অশান্তি।’ পরে যদিও BSF-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলে তদন্তের নির্দেশও দিয়েছেন মমতা।

    পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নিহত তিন জনের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের বাংলার বাড়ি প্রকল্প ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তিনি।

    পাশাপাশি, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষকে শান্তিপূর্ণ আন্দোলনের আর্জি জানান তিনি। প্রয়োজনে রাস্তায় না করে বদ্ধ জায়গায় প্রতিবাদ কর্মসূচি করার পরামর্শ দিয়েছেন তিনি। ইমাম-মোয়াজ্জেমদের মমতা জানান, প্রয়োজন দিল্লিতে গিয়ে প্রতিবাদ করা হোক। এর পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে সময় তাঁদের কাছেও নিজেদের বার্তা তুলে ধরা যেতে পারে।

    মমতা বলেন, ‘আগামী এক বছর ধৈর্য ধরতে হবে। এর পর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। আবার নতুন সরকার হবে। যে দিন বিজেপি ক্ষমতা থেকে চলে যাবে, যে আইন জনবিরোধী করেছে, সেই আইন বদলাতে হবে। যদি সঙ্কট হয়, আপনাদের অপেক্ষা করতে হবে।’

    কী ভাবে মুর্শিদাবাদে অশান্তি ছড়ানো হলো, সে সম্পর্কে বড় দাবি করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি কেন বাইরের লোক এনে এখানে গন্ডগোল পাকাবে? কেন এজেন্সির মাধ্যমে অশান্তি লাগাবে? আমি জেনেছি, বাচ্চা ছেলেদের হাতে পাঁচ ছ’হাজার টাকা দিয়ে ইট ছোড়াচ্ছে।’ সীমান্ত দিয়ে লোক ঢোকানো নিয়ে কাঠগড়ায় তোলেন স্বরাষ্ট্র মন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এ দিনের সভা থেকে মমতা বলেন, ‘উনি তো যে ডালে বসেছেন, সেই ডাল কেটেছেন। আমি মোদীজিকে বলব, ওঁকে কন্ট্রোল করুন।’

  • Link to this news (এই সময়)