• ‘শিক্ষকদের নিয়ে কয়েক দিন নাচানাচি করল’, চাকরি বাতিল নিয়ে BJP-কেই কাঠগড়ায় তুললেন মমতা
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৫
  • SSC-র প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনার জন্য ফের BJP-কেই কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘নিজেরাই চাকরি খেল আবার নিজেরাই বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও।’

    এই প্রসঙ্গে ত্রিপুরার চাকরিহারা শিক্ষকদের প্রসঙ্গও তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘শিক্ষকদের নিয়ে ক’দিন নাচানাচি করল। তোমরা (BJP) একূলেও আছো, ওকূলেও আছো। তোমরা শিক্ষকদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলেন, যাঁদের চাকরি গিয়েছে তাঁদের চাকরি ফিরিয়ে দেবে। দিয়েছ? বরং যাঁরা চাকরি চাইতে গিয়েছিল তাঁদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছ। উত্তরপ্রদেশেও ৬৯ শতাংশ শিক্ষকের চাকরি গিয়েছে।’

    এ দিকে, এ দিন সকালেই দিল্লিতে পৌঁছে গিয়েছেম চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁরা যন্তরমন্তর চত্বরে চাকরি ফেরানোর দাবিতে অবস্থানে বসতে চলেছেন। বাংলাতেও নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন মঙ্গলবার সন্ধ্যায়। এই মঞ্চের আহ্বায়ক শুভদীপ ভৌমিক সংবাদমাধ্যমে জানান, আগামী ২১ তারিখ তাঁদের নবান্ন চলো অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে চান তাঁরা। তাঁদের বক্তব্য, সৌরভ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সকলে সৌরভকে চেনেন। সকলে সম্মান করেন। এমন একজনকে মিছিলে পাশে পাওয়া নিঃসন্দেহে আলাদা গুরুত্বের। যদিও সৌরভের সঙ্গে তাঁদের দেখা হয়নি। এর আগে সোমবার আরজি করের নিহত নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাড়িতেও যান এই মঞ্চের সদস্যরা। তিলোত্তমার মা-বাবার সঙ্গে কথা বলেন। নবান্ন অভিযানে নিহত চিকিৎসকের মা-বাবাকেও উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, তাঁরা রাজি হয়েছেন। নবান্ন অভিযানে উপস্থিত থাকবেন বলে আশ্বস্তও করেছেন।

  • Link to this news (এই সময়)