• নববর্ষ কাটল পুলিশ কাকুর সঙ্গে, একসঙ্গে চলল হুল্লোড়
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৫
  • দিব্যেন্দু সরকার, আরামবাগ

    শিশুমনে খাকি পোশাকের মর্যাদা বোঝাতে নববর্ষে এক অভিনব উদ্যোগ নিল পুরশুড়া থানার পুলিশ। খুদে খুদে পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন থানার ওসি থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। একসঙ্গে চলল খাওয়া–দাওয়া, হুল্লোড়। তীব্র গরমে তাদের হাতে জলের বোতল ও শিক্ষাসামগ্রী তুলে দিলেন তাঁরা।

    পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে মঙ্গলবার, নববর্ষের দিন খুদে পড়ুয়াদের দুপুরে খাওয়া–দাওয়ার ব্যবস্থা করেন। নববর্ষের দিন সকলেই নতুন জামাকাপড় পরে পুজোপাঠে অংশ নেয়। পাশাপাশি চলে ভালো–মন্দ খাওয়া–দাওয়াও। এক দিকে থানা, পুলিশ সম্পর্কে শিশুদের সচেতন করা এবং অন্য দিকে, পড়াশোনার পাশাপাশি সমাজে পুলিশের দায়িত্ববোধ নিয়ে কিছুটা ধারণা দেওয়া—সারা হলো দু’দিকের কাজই।

    তা ছাড়া, পুলিশকাকুদের সঙ্গে যে পাশাপাশি বসে খাওয়া যায় এবং তাদের সঙ্গে বাড়ির দাদা–কাকুদের মতো মেলামেশা যায়, সেই বিষয়ে উপলব্ধি তৈরি করার জন্যই মূলত এই কর্মসূচি। প্রসঙ্গত, এলাকার নিরাপত্তা বা অপরাধ দমনে সর্বদা অন ডিউটি পুলিশ। কিন্তু মাঝেমধ্যেই খাকি উর্দির সেই চেনা কাঠখোট্টা চেহারা থেকে বেরিয়ে আসে একটি নরম সত্তা। মানবিকতা।

    ইতিমধ্যেই আরামবাগ মহকুমার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সমাজের ভবিষ্যৎ গড়তে, বঞ্চিত বা সুযোগ ‍না পাওয়া ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে মাঠে নেমেছেন। বিভিন্ন স্কুলে গিয়ে ক্লাস নেওয়া থেকে শুরু করে দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন। অন্য দিকে, শুধু আইনরক্ষাই নয়, তার বাইরেও আগামী প্রজন্মকে ভবিষ্যতের দিশা দেখাচ্ছেন পুড়শুড়া থানার ওসি শুভজিৎ দে।

  • Link to this news (এই সময়)