• নাবালিকাকে উত্যক্ত করার অভিযোগে বাঁকুড়ায় যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৫
  • চলন্ত বাসে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত সেই যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ট্রাফিক মোড় এলাকায়। এর পরেই রাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে।

    জানা গিয়েছে, মঙ্গলবার বাঁকুড়া থেকে টাটাগামী বাসে রাইপুরের দিকে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল ক্লাস এইটের এক ছাত্রী। সে দিন ওই বাসেই যাচ্ছিলেন অভিযুক্ত সেই যুবক। অভিযোগ, ওই যুবক চলন্ত বাসের মধ্যেই নানা অছিলায় ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। জানা গিয়েছে, সেই বাসটি রাইপুর ট্রাফিক মোড়ে আসতেই নির্যাতিতা কাঁদতে কাঁদতে বাস থেকে নেমে আসে। এর পর স্থানীয়রা তাকে কাঁদতে দেখে কারণ জানতে চাইলে নির্যাতিতা সমস্ত বিষয়টি খোলসা করে বলেন। কিন্তু বাসটি সেখান থেকে চলে যাওয়ায় সে দিন অভিযুক্তকে স্থানীয়রা ধরতে পারেননি।

    ওই দিন বাড়ি ফিরে নির্যাতিতা পরিবারের লোকজনকে বিস্তারিত জানায়। জানা গিয়েছে, এর পর বুধবার পরিবারের সঙ্গে বাঁকুড়া থেকে টাটা গামী একটি যাত্রীবাহী বাসে ওঠে নির্যাতিতা সেই ছাত্রী। অভিযোগ, বুধবার সেই একই বাসে ওঠেন অভিযুক্ত সেই যুবক। সূত্রের খবর, রাইপুর ট্রাফিক মোড়ে বাসটি থামতেই নির্যাতিতা পরিবার অভিযুক্তকে নিয়ে নেমে আসেন। সেখানে রাস্তার উপরেই নির্যাতিতার পরিবারের লোকজন-সহ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করেন। এমনকী, তাকে জুতোপেটাও করা হয় বলেও অভিযোগ।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাইপুর থানার পুলিশ। অভিযুক্ত যুবককে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের পরিচয় জানা যায়নি। সেই সঙ্গে পরিবারের তরফ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)