নতুন করে গ্রেপ্তার ২২, ধুলিয়ানের ঘরছাড়ারা বাড়ি ফিরছেন
আজকাল | ১৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় শান্তি ফেরানোর জন্য কড়া পদক্ষেপ জারি রেখেছে জেলা পুলিশ প্রশাসন। সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে গত ২৪ ঘন্টায় নতুন করে গ্রেপ্তার হয়েছে ২২ জন।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।' এর পাশাপাশি পুলিশ সুপার জানিয়েছেন, 'জাফরাবাদে বাবা এবং ছেলেকে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।'
প্রসঙ্গত, এর আগে সুতি-সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার পুলিশ সুপার দাবি করেন, 'নতুন করে সামশেরগঞ্জে আর কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত থেকে ছ'টি পরিবার ধুলিয়ানে ফিরে এসেছে। আরও বেশ কয়েকটি পরিবারের আজকের মধ্যেই ধুলিয়ানে ফিরে আসার কথা রয়েছে।' আনন্দ রায় বলেন, 'ধুলিয়ানের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। যে সমস্ত মানুষ ঘর ছেড়ে গিয়েছিলেন তাঁদের প্রত্যেককে আবেদন করছি বাড়িতে ফিরে আসার জন্য। এলাকায় পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সমস্ত মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের।'
অন্যদিকে বুধবার সকালে ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিধান সরণি এলাকায় একটি কসমেটিকসের দোকানে আগুন লাগার ঘটনায় সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার ভাই প্রবীর সাহার দোকান থেকে আজ সকালে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই গুজব রটে যায় ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ সুপার জানান, 'একটি দোকান থেকে ধোঁয়া বের হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশের তিনটি দল গিয়েছিল। কিন্তু দোকানটিতে তখন বাইরে থেকে শাটার নামানো ছিল এবং ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের অনুমান খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছিল।'