• '২০১৬-তেই হারানোর সব রকমের ব্যবস্থা হয়ে গিয়েছিল,' মমতা-BJP আঁতাঁত বোঝাতে কেন বললেন অধীর?
    আজ তক | ১৬ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবার তিনি অভিযোগ করেন, '২০১৬ সালে মমতাকে হারানোর সব ব্যবস্থা ছিল। কিন্তু বিজেপি তাঁকে সাহায্য করেছিল, তাই তিনি ক্ষমতায় থাকতে পেরেছেন। সেজন্য বিজেপির প্রতি তিনি কৃতজ্ঞ।'

    তিনি আরও বলেন, 'বাংলায় বিভাজনের রাজনীতি এনেছেন মমতা নিজেই। আরএসএসকে সুবিধা দিয়েছেন। ২০১৮ সালে যখন বাম ও কংগ্রেস পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে পারেনি, তখন তাঁর পুলিশ বিজেপিকে বাধা দেয়নি। আমরা সব জানি, দিদি-মোদীর খেলও জানি।'

    এদিকে বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের এক প্রশাসনিক সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যেখানে অশান্তি হয়েছে, সেটা মুর্শিদাবাদের এলাকা নয়, মালদা লোকসভার অংশ। আর সেই কেন্দ্র কংগ্রেসের। দাঙ্গা হলে দেখা যায় না, ভোটের সময় জেতার জন্য মাঠে নামে।'

    তিনি কংগ্রেস সাংসদদের মুর্শিদাবাদের পরিস্থিতিতে পাশে না থাকারও অভিযোগ করেন, বলেন, 'মানুষ বিপদে পড়লে আপনাদের দেখা যায় না। আর আমাকেই দোষ দেওয়া হয়।'

    গত সপ্তাহে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা—জঙ্গিপুর, সামশেরগঞ্জ, ধুলিয়ান ও সুতি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বাড়ছে।

    অধীর চৌধুরী আগেই প্রশ্ন তুলেছিলেন, 'যখন অন্য রাজ্যে কিছু হয়, তখন দলনেত্রী প্রতিনিধি পাঠান। অথচ সামশেরগঞ্জ বা জঙ্গিপুরে নিজে যাননি, কোনও উচ্চবাচ্য নেই।' তিনি আরও বলেন, 'এই এলাকাগুলো কি অচ্ছুৎ? এখানকার মানুষ কি ভোট দেয়নি?' অধীরের অভিযোগ, তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি উস্কে দিচ্ছে, আর কংগ্রেসের নেতাদের পাশে দাঁড়াতে বাধা দিচ্ছে।

     
  • Link to this news (আজ তক)