মুর্শিদাবাদ, ভাঙড়, মোথাবাড়ি সহ যে সব এলাকায় হিংসা হয়েছে, সেখানে একাধিক রিপোর্টে উঠে আসছে বাংলাদেশি অনুপ্রবেশকারী তত্ত্ব। কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, হিংসায় বাংলাদেশিদের চক্রান্ত রয়েছে। এহেন পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনী বা BSF-কে টার্গেট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতার মন্তব্য দেশবিরোধী বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।
বাংলাদেশি তত্ত্বে BSF-কে টার্গেট মমতার
আজ অর্থাত্ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে মিটিংয়ে কেন্দ্র ও বিএসএফ-কে নিশানা করে মমতা বলেন, 'একটি সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখছিলাম স্বরাষ্ট্রমন্ত্রকের একটি রিপোর্ট বলছে, মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত। তাহলে সেটা কার দায়? সীমান্ত পেরিয়ে যে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে, তার জন্য দায়ী কে? বিএসএফ কাদের নির্দেশে কাজ করে? স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। আমাদের কী দোষ? বিএসএফ কেন ঢুকতে দিল বাংলাদেশিদের?'
মমতার মন্তব্যকে দেশবিরোধী বললেন শুভেন্দু
এই প্রেক্ষিতে শুভেন্দুর পাল্টা মন্তব্য, 'BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স) দেশের গর্ব। তারা সীমান্তে প্রাণ বাজি রেখে কাজ করে। অথচ মুখ্যমন্ত্রী বারবার BSF-এর বিরুদ্ধে কথা বলছেন। এটা শুধু অপমান নয়, দেশের নিরাপত্তাকে দুর্বল করার চক্রান্ত। রাজ্য পুলিশ যেখানে ব্যর্থ, সেখানে BSF সামনে থেকে মানুষকে নিরাপত্তা দিয়েছে। অথচ তাদের বিরুদ্ধেই রাজ্যের মুখ্যমন্ত্রী লাগাতার আক্রমণ করছেন। ১১ এপ্রিল শমসেরগঞ্জ ও ফারাক্কার হিংসাত্মক পরিস্থিতিতে যখন রাজ্য পুলিশ কার্যত ব্যর্থ, তখন BSF-ই সাধারণ মানুষকে রক্ষা করেছে।'
রাজ্য সরকারের কাছে সীমান্ত সামলানোর অধিকার নেই
সরাসরি বিজেপি ও কেন্দ্রের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। আপনাদের প্ল্যানিংটা কী? আপনি ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন। তাতে আমার আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন?' মমতার কথায়, 'সীমান্ত দেখে বিএসএফ। রাজ্য সরকারের কাছে সীমান্ত সামলানোর অধিকার নেই। কে ঢুকছে কে বেরোচ্ছে রাজ্য সরকার জানতে পারে না।'