সকাল থেকেই আকাশের মুখভার। সেই সঙ্গেই রাজ্যজুড়ে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহ জুড়েই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়াও তার ব্যতিক্রম নয়। বুধবার শহরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। যদিও তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। অন্যদিকে, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে কিছুটা কম।
আপাতত শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কায় দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের জন্য বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য। শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গেও একই চিত্র। দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত।