• চলন্ত বাসে নাবালিকার গায়ে অসভ্য হাত, যুবককে নামিয়ে...
    ২৪ ঘন্টা | ১৬ এপ্রিল ২০২৫
  • মৃত্যুঞ্জয় দাস: বুধবার সকালের ঘটনা। ভিড় বাসে সবকিছুই ঠিকঠাক চলছিল। আচমকাই চিত্কার, হইচই। এক মহিলার চিত্কারে হইচই পড়ে গেল যাত্রীদের মধ্য়েই। এর মধ্যেই এক যুবককে ধরে ঠেলাঠেলি করতে থাকেন কয়েকজন। ধীরে ধীরে জানা গেল আসল ঘটনা।

    নাবালিকা এক ছাত্রী গায়ে হাত দিয়েছে এক যুবক। তা নিয়ে প্রবল হইচই। ওই যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ট্রাফিক মোড় এলাকায়। খবর পেয়ে রাইপুর থানার পুলিস অভিযুক্ত যুবককে আটক করে।

    স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই বাঁকুড়া থেকে টাটা গামী একটি যাত্রীবাহী বাসে চড়ে রাইপুরে টিউশান যাচ্ছিল ক্লাস এইটের এক ছাত্রী। বাসের সহযাত্রী এক যুবক চলন্ত বাসের মধ্যেই নানা অছিলায় ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাসটি রাইপুর ট্রাফিক মোড়ে আসতেই ওই নিগৃহিতা ছাত্রী কাঁদতে কাঁদতে বাস থেকে নামলে স্থানীয়রা কান্নার কারন জানতে চায়। এই সময় ছাত্রী চলন্ত বাসে ওই যুবকের কূকীর্তির কথা জানালে উত্তেজিত স্থানীয় বাসিন্দা ও বাসের সহযাত্রীরা অভিযুক্ত যুবককে বাস থেকে নামিয়ে চড় থাপ্পড় মারতে শুরু করে। অভিযুক্তকে জুতো পেটাও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাইপুর থানার পুলিস। অভিযুক্তকে প্রাথমিকভাবে আটক করা হয়। অভিযুক্তর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

  • Link to this news (২৪ ঘন্টা)