জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কেন অশান্তি মুর্শিদাবাদে? বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল রাজ্য পুলিস। ৯ সদস্যের এই সিটের নেতৃত্ব থাকবেন আইবি-র এসপি পদমর্যাদার এক আধিকারিক। মুর্শিদাবাদকাণ্ডে সমস্ত মামলা তদন্ত করবে সিট।
ঘটনাটি ঠিক কী? ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেছিল মুর্শিদাবাদ। বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ, অগ্নি সংযোগ! তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন।
এদিকে মুর্শিদাবাদে অশান্তির জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। আজ, বুধবার ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সভায় তিনি বলেন, 'সংবিধানের ২৬ ধারায় যে কোনও ধর্মের মানুষকে তাদের ধর্ম পালনের অধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেওয়া হয়েছে। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন। রাম রহিমের অধিকার কেড়ে নিচ্ছেন। এটা কি আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে? পড়ে না। কেন্দ্রীয় সরকারের কাছে আমার বক্তব্য, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বাংলা হল বাংলাদেশ, নেপালের বর্ডার। আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন। দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনাদের পরিকল্পনাটা কী? কোনও এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক এনে এখানে দাঙ্গা করা'?
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'কাল এএনআইয়ের একটা ট্যুইট দেখলাম। সেখানে হোম মিনিস্ট্রিকে কোট করে বলা হয়েছে গোলমালে বাংলাদেশের হাত রয়েছে। হাত যদি থাকে তাহলে তার দায় তো কেন্দ্রের! বিএসএফের। তারাই বর্ডার সামাল দেয়, আমরা নই। তাহলে আপনারা কী করছিলেন। কেন বাইরে থেকে লোক এসে এখানে গোলমাল করে চলে গেল? কেন আপনি ওদের অ্যালাউ করলেন? কইফিয়ত আপনাকে দিতেই হবে'। বলেন, 'এটা হল পূর্ব পরিকল্পিত দাঙ্গা। অনেক খবর পাচ্ছি। এনিয়ে তদন্ত করব'।