ধেয়ে আসছে ঝড়ঝঞ্ঝা! কোন কোন জেলায় সতর্কবার্তা দিল হাওয়া অফিস?
প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৫
নিরুফা খাতুন: ক্যালেন্ডারের পাতায় এসেছে বৈশাখ। তবে তপ্ত নিদাঘের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এই অবস্থায় আরও সুখবর শোনাল আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা। যার জেরে তাপমাত্রা খানিকটা কমবে। তবে তারপর আবার পারদ উর্ধ্বগামী হতে চলেছে। বুধবার এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে, শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কালবৈশাখী হতে পারে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের উপর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ুর উপরে আরও একটি ঘূর্ণাবর্তের অবস্থান। রয়েছে জোড়া অক্ষরেখাও। একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত, মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে, যা ছত্তিশগড়, ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। এসবের জেরে মূলত দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথাও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা দু-এক পশলা বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ একটু বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখের মতো পরিস্থিতি হতে পারে।শুক্রবার চার জেলায় কালবৈশাখীর সম্ভাবনা ? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে হাওয়া বইবে।
উত্তরবঙ্গে বুধবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতার আকাশ সকালের দিকে পরিষ্কার আকাশ থাকলেও বেলায় আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুরে অস্বস্তিকর আবহাওয়া। বিকেল বা সন্ধ্যায় ঝড়বৃষ্টির হতে পারে। শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮৮ শতাংশ।