• কেন্দ্রীয় প্রতিষ্ঠানে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! কাশীপুর থানায় অভিযোগ দায়ের
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৫
  • অর্ণব আইচ: কেন্দ্রীয় সরকারের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! গান ও সেল ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার নামে ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কাশীপুর থানায় অভিযোগ জানিয়েছেন দুই প্রতারিত। তবে এই শুধু দু’জন নয়, একাধিক চাকরিপ্রার্থী প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি। প্রতারণা কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও অনুমান। মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় প্রসাদ। তিনি বারুইপুরের বাসিন্দা।  অভিযোগ, দু’জনের থেকে ১৬ লক্ষ টাকা নিয়ে কাশীপুরে গান ও সেল ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিযুক্ত নিজেকে ওই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘হাই অফিসায়াল’ বলে পরিচয় দিতেন। প্রতারিতদের কাছে দাবি করেছিলেন, তাঁর চাকরি দেওয়ার ক্ষমতা রয়েছে। কোটায় চাকরির ব্যবস্থা তিনি করতে পারবেন। এই প্রতিশ্রুতিতে ভুলে, অভিযুক্ত ব্যক্তিকে কয়েক লক্ষ টাকাও দিয়েও দেন প্রতারিতরা। সেই মোতাবেক মৃত্যুঞ্জয় প্রতারিতদের  নিয়োগপত্র দেয়। দেওয়া হয় আই কার্ডও।

    নিয়োগপত্র পাওয়ার পর চাকরির স্থানে যোগ দিতে যান প্রতারিতরা। সেখানেই যেতেই প্রতারণার পর্দা ফাঁস হয়ে যায়। জানা যায়, নিয়োগপত্র ও আই কার্ড নকল। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাঁদের নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য কর্তাদের কাছে নেই। প্রতারিতদের মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রাথমিক ধাক্কা সামলে কাশীপুর থানায় প্রতারণার অভিযোগ করেন দুই প্রতারিত ব্যক্তি।

    অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। কর্তাদের অনুমান, এই প্রতারণার শিকার আরও অনেকে। আরও অভিযোগ আসতে পারে। সেক্ষেত্রে সব অভিযোগগুলিকে এক ছাতার তলায় নিয়ে তদন্ত শুরু হবে। তবে এখন দায়ের হওয়া মামলায় অভিযুক্ত মৃত্যুঞ্জয় প্রসাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)