• ভাঙড়ে ওয়াকফ অশান্তিতে ‘অ্যাকশন মোডে’ পুলিশ! ধৃতের সংখ্যা বেড়ে ১৭, এলাকায় কড়া নজরদারি
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৫
  • অর্ণব আইচ ও দেবব্রত মণ্ডল: ভাঙড়ে ওয়াকফ অশান্তিতে অব্যাহত পুলিশি ধরপাকড়।ধৃতের সংখ্যা ৯ থেকে বেড়ে হল ১৭। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হিংসা ছড়ানোর অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রয়েছে পুলিশি নজরদারি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের অধীনে থাকা ভাঙড়ের বিভিন্ন থানা এলাকা থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উত্তর কাশীপুর থানা এলাকা থেকে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৮ জন ইতিধ্যেই পুলিশ হেফাজতে রয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একই থানা এলাকা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ, বুধবার আদালতে পেশ করা হবে। অন্যদিকে মঙ্গলবার রাতে হাতিশালা থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও আদালতে পেশ করা হবে। চন্দনেশ্বর থানা এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে পুলিশ হেফাজতে রয়েছে।

    সোমবার ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকির ডাকা সমাবেশে যোগ দিতে যাওয়া মিছিল থেকে অশান্তি ছড়ায়। উপ্তত্ত হয়ে ওঠে বাসন্তী হাইওয়ে।  অনুমতি না থাকায় মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। আচমকা উত্তপ্ত হয়ে বাসন্তী হাইওয়ে। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের পাঁচটি বাইক। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। তারপরই ‘অ্যাকশন মোডে’ নামে কলকাতা পুলিশ। সোমবার অভিযান চালিয়ে মোট নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)