• ওয়াকফ বিরোধিতায় ইন্ডিয়া জোটকে পথে নামার আহ্বান মমতার
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে বুধবার ইমাম, মুয়াজ্জেনদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে বিতর্কিত আইনটির বিরুদ্ধে দেশজুড়ে ইন্ডিয়া জোটকে পথে নামার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ওয়াকফ নিয়ে চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওয়াকফ নিয়ে বাংলায় শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা বলেন তিনি। প্রয়োজনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরামর্শ দেন। এছাড়াও সব রাজ্যের নেতৃত্বকে ওয়াকফ আন্দোলনে আহ্ববান জানাতে বলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘বাংলায় আন্দোলন করার দরকার নেই। এখানে আমি আছি। সব বিষয়টি দেখে নেব। আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন।’

    উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর দেশজুড়ে প্রতিবাদে নেমেছেন মুসলমান সম্প্রদায়ের মানুষেরা। পশ্চিম বাংলাতেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে সংখ্যালঘু সম্প্রদায়। মুর্শিদাবাদ, মালদহ, ভাঙড়-সহ বিভিন্ন জায়গায় ওয়াকফ আন্দোলনের নামে হিংসার অভিযোগ সামনে এসেছে। যদিও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    এই আবহেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, মুর্শিদাবাদে হিংসা ছড়ানোর পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ রয়েছে। এই বিষয়টি নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, “সীমান্ত কেন্দ্র সরকার দেখে। দায়িত্বে বিএসএফ রয়েছে। তাহলে তারা কেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকাতে পারল না।”

    অন্যদিকে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের প্রশাসনকেও এদিন কটাক্ষ করেন মমতা। মহাকুম্ভে যাঁদের মৃত্যু হল তাঁদের তালিকা এখনও প্রকাশ করতে পারেনি বলে কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদে হিংসার যে অভিযোগ উঠেছিল। সেই বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দাঙ্গাবাজদের থামাতে ‘ডান্ডা’ একমাত্র ওষুধ বলেও জানিয়েছিলেন যোগী। এই আবহেই এবার ওয়াকফ নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী-সহ কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (প্রতিদিন)