• ওয়াকফ বিক্ষোভে সামশেরগঞ্জে নিহতের পরিবারকে সাহায্য ঘোষণা, ‘বাংলার বাড়ি’র প্রতিশ্রুতি মমতার
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৫
  • মলয় কুণ্ডু: নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে দিন কয়েক ধরে অশান্ত ছিল মুর্শিদাবাদের (Murshidabad Unrest) একাধিক এলাকা। বিক্ষোভের সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও অশান্তির মাঝে পড়ে সামশেরগঞ্জে প্রাণ হারাতে হয় বাবা-ছেলেকে। তাঁরা সিপিএম সমর্থক বলে জানা গিয়েছে। কিন্তু রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে একজন সুদক্ষ প্রশাসকের মতোই তাঁদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোটা অশান্তিতে ক্ষতিগ্রস্তদেরও আশ্বাস দিলেন তিনি। 

    বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেনদের সমাবেশে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে। অশান্তিতে যাঁদের বাড়ি, ঘরদোর ক্ষতিগ্রস্ত হয়েছে, ‘বাংলার বাড়ি’ যোজনায় সেসব বানিয়ে দেওয়া হবে। এছাড়া যেসব দোকান পুড়েছে, ভেঙেছে, তা খতিয়ে দেখে হিসেবনিকেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। সেসব দেখে দোকানগুলির জন্যও কোনও না কোনও ক্ষতিপূরণ ঘোষণা করা হবে বলে আশা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

    গত শনিবার সামশেরগঞ্জে অশান্তির মাঝে পড়ে ধারালো অস্ত্রের কোপে খুন হতে হয় দুই নাগরিক হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। সেই ঘটনায় আলাদা করে এফআইআর দায়ের করে ২৪ ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিমের হুঁশিয়ারি ছিল, ”দরকারে পাতাল থেকে খুঁজে বের করে দোষীদের শাস্তি দেব।” সেইমতোই অত্যন্ত সক্রিয়তার সঙ্গে পুলিশ অ্যাকশনে নেমে গ্রেপ্তার করে দুষ্কৃতীদের। মুর্শিদাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করছিল। তবে তার আগেই তাকে সুতি এলাকার সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এই ঘটনায় আরও একবার ‘বাংলাদেশ-যোগের’ সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল। পুলিশ সুপার জানান, তদন্ত চলছে।

    মুর্শিদাবাদের অশান্তিতে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। কিন্তু এদিন অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সমস্ত দায়িত্ব সরকারের কাঁধে তুলে নিয়ে মুখ্যমন্ত্রী যেন তাঁদেরই জবাব দিলেন। বললেন, ”ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে রয়েছে সরকার। মৃত্যুর পিছনে অভিযুক্তরা ধরা পড়েছে। যথেষ্ট গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। তার মধ্যে আমরা সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের বাড়ি নতুন করে তৈরি করে দেব।”
  • Link to this news (প্রতিদিন)