• ধুলিয়ান যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে শুভেন্দু, কী জানাল আদালত?
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৫
  • গোবিন্দ রায় ও শাহজাদ হোসেন: মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, তাঁকে ধুলিয়ানে যাওয়ার অনুমতি দিচ্ছে না পুলিশ। আজ, বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি। অন্যদিকে, সামশেরগঞ্জে বুধবার নতুন করে বোমার আঘাতে ২ জন আহত হওয়ার কথা জানা গিয়েছে। এছাড়াও ধুলিয়ান পুরসভায় একটি দোকানে আগুন লাগে। শর্ট সাকিট থেকেই  আগুন লাগে বলে দাবি পুলিশের।

    নবাবের জেলায় ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ‘গুন্ডামি’র আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সেখানে বিভিন্ন দলের নেতানেত্রীরা গিয়েছেন। কিন্তু  শুভেন্দুকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলে দাবি বিরোধী দলনেতার। তাঁর আইনজীবীর বক্তব্য, এই সময়ের মধ্যে অন্য দলের নেতানেত্রীরা ধুলিয়ানে গিয়েছেন। কিন্তু শুভেন্দু সেখানে প্রবেশ করতে পুলিশের অনুমতি চেয়ে আবেদন করলে পুলিশ অনুমতি দেয়নি।  আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরেই এই মামলার শুনানি হবে।

    এদিকে, নবাবের জেলায় বোমায় আহত হওয়ার কথা জানা গিয়েছে! দাবি, বুধবার সকালে সামশেরগঞ্জে বোমাকে বল ভেবে খেলতে গিয়েই বিপত্তি ঘটে। ঘটনায় দু’জন আহত বলে খবর। আহতদের জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিধান সরণীতে উপ-পুরপ্রধানের ভাই প্রবীর সাহার স্টেশনারি দোকানে আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ালেও, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের দাবি, শর্ট সাকিট থেকে আগুন লেগেছে। ওই এলাকায় দুই সম্প্রদায়েরই দোকান রয়েছে। তাঁদের প্রত্যেকের দাবি, কী থেকে আগুন বোঝা যায়নি। কেউ আগুন লাগিয়েছে, নাকি এই অগ্নিকাণ্ড নিছকই দুর্ঘটনা তা নিশ্চিত করতে ঘটনার তদন্ত করে দেখার দাবিও উঠছে।   
  • Link to this news (প্রতিদিন)