• কলকাতার ৪টি স্কুলে বোমা রাখার হুমকি, ইমেলে রয়েছে ব্রাজিলের জঙ্গিদের নাম
    হিন্দুস্তান টাইমস | ১৬ এপ্রিল ২০২৫
  • কলকাতায় ভারতীয় জাদুঘরের পর এবার চারটি স্কুলে বোমাতঙ্ক ছড়ালো। ওই স্কুলগুলিতে বোমা রাখা হয়েছে বলে ইমেলে হুমকি এসেছে। হুমকি মেলে উল্লেখ রয়েছে ব্রাজিলের জঙ্গিদের নাম। পুলিশ সূত্রে খবর, বিদেশি আইপি অ্যাড্রেস থেকে এই ইমেল পাঠানো হয়েছে। এখন কারা এর সঙ্গে জড়িত? তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা।


    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের ৪টি নামকরা স্কুলে হুমকি মেল পাঠানো হয়। তাতে বলা হয়, স্কুলে বোমা রাখা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটছে। সেই পরিস্থিতিতে নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায় তার জন্য খবরটি প্রথমে গোপন রাখা হয় বলে লালবাজারের আধিকারিক জানান। পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুরে চারটি স্কুল হুমকি মেল পায়। তবে নববর্ষের জন্য ছুটি থাকায় স্কুলে প্রথমে সেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েনি। ইতিমধ্যেই কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড স্কুলগুলিতে তল্লাশি চালিয়েছে। তবে তল্লাশিতে কোথাও বিস্ফোরক বা সন্দেহ জনক কিছু পাওয়া যায়নি বলে দাবি স্কুলের। প্রাথমিকভাবে পুলিশের দাবি, মেলগুলি বিদেশি আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাঠানো হয়েছে। যদিও কোথা থেকে বা কে মেল পাঠিয়েছে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এনিয়ে আলাদা এফআইআর দায়ের করেছে লালবাজার। তবে স্কুলে বোমা রাখার বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় পড়ুয়া এবং অভিবাবকদের মধ্যে। হুমকি মেলের পিছনে আদৌও কোনও জঙ্গি যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা।


    প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ইমেল করে বলা হয়েছিল বোমা রাখা হয়েছিল। এছাড়াও, বছরখানেক আগে স্কুলেও এ ভাবে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সে বার ২০০টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে হুমকি দিয়ে বলা হয়েছিল বোমায় টাইমার রয়েছে। যেসময় স্কুলে বাচ্চারা থাকবে সেই সময় বিস্ফোরণ হবে। যদিও তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। এদিনের ঘটনায় আপাতত হুমকির উৎস জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)