‘ওরাই চাকরি খেয়েছে, আবার ওরাই জবাব চাইছে’, ২৬ হাজার চাকরি বাতিলে মমতার ক্ষোভ
হিন্দুস্তান টাইমস | ১৬ এপ্রিল ২০২৫
এসএসসি’র প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। এই ঘটনার জন্য আবার বিজেপি–সিপিএমকেই কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম–মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী নিজের ক্ষোভ উগরে দিলেন। সুপ্রিম কোর্টের রায় যে একতরফা সেটাও আজ সবার সামনে তুলে ধরলেন। এই কারণেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বলে তিনি মনে করেন। এদিন বাংলায় হিংসার ঘটনা নিয়েও সুর সপ্তমে চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি।
এদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওয়াকফ সমাবেশেও চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী বিজেপি এবং সিপিএমকে। তবে সিপিএমের নাম বিশেষ নেননি। আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নিজেরাই চাকরি খেল আবার নিজেরাই বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। ২৬ হাজার চাকরি বাতিল হল একতরফাভাবে। আর এই কারণেই অনেক সময় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই কথা আমার নয়। এটা কবিগুরুর কথা। আমরা তো চাকরি দিয়েছিলাম। তোমরা চাকরি খেলে কেন? গত ১০ বছরে কতগুলি ছেলে–মেয়েকে চাকরি দিয়েছো? জবাব দিতে হবে।’
অন্যদিকে ত্রিপুরায় এবং উত্তরপ্রদেশেও চাকরি খেয়েছিল বিজেপি বলে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী। বামফ্রন্ট সরকার ত্রিপুরায় থাকাকালীন ১০ হাজারের বেশি শিক্ষক–শিক্ষিকার চাকরি গিয়েছিল। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে তা ফিরিয়ে দেবে। কিন্তু তা বাস্তবে ঘটেনি বলে জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে ত্রিপুরার চাকরিহারা শিক্ষকদের কথা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘শিক্ষকদের নিয়ে ক’দিন নাচানাচি করল। তোমরা একূলেও আছো, ওকূলেও আছো। তোমরা শিক্ষকদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে, যাঁদের চাকরি গিয়েছে তাঁদের চাকরি ফিরিয়ে দেবে। দিয়েছ? বরং যাঁরা চাকরি চাইতে গিয়েছিল তাঁদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছো। উত্তরপ্রদেশেও ৬৯ শতাংশ শিক্ষকের চাকরি গিয়েছে।’
এছাড়া মুখ্যমন্ত্রী জানান, সংসদে ওয়াকফ বিলের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। এই কথা বলার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়, এসএসসির চাকরি বাতিলের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘২৬ হাজার চাকরি বাতিল হল একতরফা। অনেক সময় বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে। ওরাই চাকরি খেয়েছে, আবার ওরাই কথা বলছে।’ চাকরিহারাদের পাশে তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে সুপ্রিম কোর্টেও যাচ্ছে রাজ্য সরকার।