‘আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না’, অমিত শাহকে কড়া আক্রমণ করলেন মমতা
হিন্দুস্তান টাইমস | ১৬ এপ্রিল ২০২৫
ইমাম–মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইন নিয়ে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে বাংলায় তার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তুলোধনা করেছেন অমিত শাহকে। কংগ্রেসকেও নিশানা করেছেন। আর মঞ্চে ইমাম–মোয়াজ্জেমদের সঙ্গে শিখ এবং হিন্দু পুরোহিতদের পাশাপাশি দাঁড় করিয়ে শান্তি ও ঐক্যের বার্তা দিয়েছেন।
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি এই ওয়াকফ আইন যে বাংলার সরকার মানবে না তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ এবং মালদায় যে হিংসার ঘটনা ঘটেছে তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফকে দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন, ‘ওয়াকফ নিয়ে কিছু অশান্তির ঘটনা ঘটেছে। যেখানে গণ্ডগোল হয়েছে সেটা মালদার এলাকা। কংগ্রেস জিতবে আর গোলমাল হলে জনপ্রতিনিধিরা নিয়ন্ত্রণ করতে পথে নামবেন না সেটা আমি আশা করি না। প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হয়েছে। যদি এটা তৃণমূল কংগ্রেস করত তাহলে তিনজন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না। বাংলাদেশ থেকে লোক এনে এই গোলমাল করা হয়েছে। কেন এটা করলেন আপনারা?’
এরপরই সংবিধানকে যে বিজেপি মানছে না সেটা তুলে ধরেন। ওয়াকফ বিল নিয়ে এসে সংসদে শরিকদের ধরে তা পাশ করানো হয়েছে। সংবিধান সংশোধন করে সেটা করা হয়নি। আর বাংলায় যে গোলমাল লাগানো হচ্ছে তার জন্য অমিত শাহ দায়ী বলে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আজ যাঁরা সংবিধানকে ছিন্নবিচ্ছিন্ন করছেন তাদের লজ্জা করা উচিত। ভারতের সংবিধানের ২৬ নম্বর ধারায় বলা আছে, নাগরিকরা নিজেদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবেন। কারও সম্পত্তিতে আমরা যেমন হস্তক্ষেপ করতে পারি না তেমনই আপনারাও পারেন না। যদি কিছু বলতে হয় আমার সামনে এসে বলুন। পিছনে নয়। ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বাইরে থেকে গদি মিডিয়া নিয়ে এসে বিজেপি টাকা দিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে। বাংলার বদনাম করছে। লজ্জা করা উচিত। আমি যা বলি সামনে বলি। পিছনে বলি না ছুপারুস্তমের মতো। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের এত তাড়াতাড়ি কেন? আপনাদের প্ল্যানিংটা কি? ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন। দেশের উপকার হলে ভাল। বাংলাদেশ থেকে লোক এনে এই গোলমাল করা হয়েছে।’
মুর্শিদাবাদ, সূতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ এলাকায় যে হিংসা হয়েছে সেটা পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আর সবটার নেপথ্যে আছেন অমিত শাহ বলে দাবি মমতার। তাই শাহকে আক্রমণ করে মমতার কথায়, ‘যত আইটি সেক্টর আছে বেশিরভাগ অমিত শাহের সংস্থা। এতদিন নাম নিইনি আমি। এখন বলতে হচ্ছে। কালীদাসের মতো যে ঢালে বসে আছেন সেটা কাটলে তো আমাকে বলতেই হবে। মোদীজিকে আমি অনুরোধ করব দয়া করে ওনাকে কন্ট্রোল করুন। আপনি তো হতে পারবেন না প্রধানমন্ত্রী। হামাগুড়ি দিতে হবে আপনাকে। তখন কী করবেন? এটা প্রি প্ল্যান্ড কমিউনাল রায়ট। বিজেপি বাইরের গুন্ডা নিয়ে এসে গোলমাল করেছে। রামনবমীতে করার পরিকল্পনা ছিল। সেটা করতে পারেনি। তাই এভাবে করেছে। আমি খুঁজে বের করব বিএসএফ কাদের হাত করে এই কাজ করেছে।’