দিন কয়েক আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের শান্তিনিকেতন সফরের খবর সামনে এসেছিল। এ বার তাঁর বাঁকুড়া সফরের কথা জানালেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। আগামী ২৭ এপ্রিল বাঁকুড়ায় যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে, এ বছর বাঁকুড়ার এমপি কাপ খেলার উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান বাঁকুড়ার সাংসদ। ২৭ এপ্রিল, রবিবার তামলিবাঁধ ময়দানে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
সাংসদ অরূপ চক্রবর্তী জানান, তাঁর লোকসভা এলাকার সাতটি বিধানসভা কেন্দ্র ও বাঁকুড়া পুরসভা মিলিয়ে মোট আটটি টিম প্রথম বর্ষের ‘এমপি কাপ’ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে। IPL-এর ধাঁচে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া টিমগুলির নাম রাখা হয়েছে। বিধানসভা অনুযায়ী দলগুলির নাম হল, ছাতনা ক্যাপিট্যালস্, রাইপুর ওয়ারিয়রস, শালতোড়া সুপার জায়ান্টস্, রঘুনাথপুর রয়্যালস্, রানিবাঁধ রেঞ্জার্স, বাঁকুড়া নাইট রাইডার্স, মাষ্টার ব্লাষ্টার্স তালডাংরা ও বাঁকুড়া মিউনিসিপিল্যাটি কিংস'।
এছাড়াও সাংসদ বলেন, নিরাপত্তার খাতিরে এমপি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে ও ৩ মে ফাইনাল খেলার দিন মাঠে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যদিও জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্লাবগুলিকে কুড়িটি করে প্রবেশপত্র দেওয়া হবে। যদিও অন্যান্য দিনের খেলায় মাঠে সকলের প্রবেশাধিকার থাকবে। সেই সঙ্গে বেশ কয়েক জন সাংসদ ফাইনালে উপস্থিত থাকতে পারেন বলেও তিনি জানান।