• আগামী কাল থেকে কি বিশেষ ব্যাজ পরে ক্লাস নেবেন স্যর-দিদিমণিরা? প্রস্তাব চাকরিহারাদের
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৫
  • চাকরিহারাদের আন্দোলনের আঁচ পৌঁছল রাজধানী দিল্লিতেও। বুধবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত যন্তর মন্তরের সামনে অবস্থানে বসেন চাকরিহারাদের একাংশ। সেই প্রতিবাদ মঞ্চ থেকেই চাকরিহারারা জানান, তাঁরা একটি বিশেষ ব্যাজ তৈরি করেছেন। ন্যায়ের দাবিতে সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিসের স্টাফরা যেন এই ব্যাজ পরে ২০১৬-এর যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষকর্মীদের সমর্থনে কাজ চালিয়ে যান।

    প্রায় ৭০ জন চাকরিহারা এ দিন যন্তর মন্তরে অবস্থানে বসেন। হাতে প্ল্যাকার্ড, তাতে কোনওটায় ইংরেজিতে লেখা, তাঁদের জীবনজীবিকা নিয়ে যেন রাজনীতির খেলা না হয়। কোনটায় হিন্দিতে লেখায়, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

    দিল্লিতে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। তিনি জানান, দিল্লি ইউনিভার্সিটি থেকে প্রতিনিধিরা এসেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রফেসররা এসেছেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন। বহু মানুষ এসে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। সংহতি জানিয়েছেন তাঁদের এই লড়াইয়ে।

    যন্তর মন্তরে বসার জন্য একদিনই অনুমতি পেয়েছিলেন চাকরিহারারা। এ দিকে ১৭ তারিখ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা আবেদনের শুনানি রয়েছে। চিন্ময় জানান, দিল্লিতে তাঁদের বেশ কয়েক জন থেকে যাবেন। বাকিরা কলকাতায় এসে হকের চাকরি ফেরানোর দাবিতে ফের পথে নামবেন। পর পর কর্মসূচি তাঁদের। এমনকী দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও চিঠি দিতে চলেছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)