• পুরীর মন্দিরের ধাঁচেই দিঘার জগন্নাথধামেও উড়বে ধ্বজা, আর কী কী থাকছে, জানালেন মমতা
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৫
  • আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতি বৈঠক করলেন নবান্নে। বিভিন্ন দপ্তরের মন্ত্রী, আমলা, পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিক, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি সকলেই ছিলেন বৈঠকে। দিঘা জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যে VIP-দের বেশি ভিড় চান না তাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। এমনকী মন্ত্রীদের উপস্থিতিও সীমাবদ্ধ করে দেন মমতা। জানিয়ে দিয়েছেন, অরূপ বিশ্বাস, পুলক রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, স্নেহাশিস চক্রবর্তী ২৭ তারিখই চলে যাবেন দিঘায়। কলকাতার যা কিছু দেখভালের, দেখবেন ফিরহাদ হাকিম।

    এ দিন মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের মন্ত্রী-আমলাদের জানিয়ে দেন, যাঁরা এই অনুষ্ঠানে যাবেন, তাঁদের যাতে কোনও রকম সমস্যা না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনও ভাবেই ব্যাহত না হয়, তা গুরুত্ব দিয়ে দেখতে হবে।

    ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ ধামে মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে। তার আগের দিন থেকেই শুরু হবে যজ্ঞ। পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দৈতাপতি থাকবেন দায়িত্বে। ২৯ তারিখ দুপুরেই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন সেখানে। অক্ষয় তৃতীয়ার সকালে প্রাণ প্রতিষ্ঠা, মন্দিরের দ্বারোদ্ঘাটন, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ডোনা গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সীরাও অংশ নেবেন তাতে।

    আগেই বলেছিলেন, মন্দিরের জন্য সোনার ঝাড়ু দেবেন মুখ্যমন্ত্রী। এ দিনও বলেন, নিজের অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ ১ টাকা দেবেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রথের সময়ে সোনার ঝাড়ু দিতে হয়। আমি দেবো সেটা।’

    এই অনুষ্ঠান উপলক্ষে কোলাঘাট থেকে দিঘা, মুড়ে ফেলা হচ্ছে CCTV-তে। থাকছে অস্থায়ী ওয়াচটাওয়ার। LED স্ক্রিন লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায়। থাকছে তাঁবুর ব্যবস্থা। প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও রাখার নির্দেশ দিয়েছেন মমতা।

    ওডিশার পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই বাংলার সৈকত শহর দিঘায় গড়ে উঠছে জগন্নাথ ধাম। পুরীর মতো করেই পুজো হবে এখানেও। এ বছর থেকেই শুরু হবে রথযাত্রা। পুরীর মন্দিরের প্রসাদ খাজা, আর এখানে থাকবে গজা। সঙ্গে কালীঘাটের প্যারাও থাকবে। পুরীর মন্দিরের অন্যতম আকর্ষণ মন্দিরে ধ্বজা তোলা। অভিনব সেই দৃশ্য দেখা যাবে দিঘার মন্দিরেও। রাজেশ দৈতাপতি জানান, ইতিমধ্যেই সেই পর্বের জন্য বিশেষ ভাবে প্রশিক্ষিত কয়েক জন চলেও এসেছেন বাংলায়।

    দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের দিন গোনা শুরু। মাঝে ঠিক আর একটা সপ্তাহ। এর পরেই পর্যটনের মানচিত্রে আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসাবে উঠে আসবে সৈকত নগরী দিঘার নাম।

  • Link to this news (এই সময়)