• মালদার অস্থায়ী শিবির যেন মিলনস্থল, স্ত্রী-সন্তানকে দেখতে এলেন বিশ্বজিৎরা
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় আশ্রয় হারিয়েছে ধুলিয়ানের বহু পরিবার। উদ্বাস্তুর মতো সেই সব পরিবারের মানুষেরা নদী পার করে মালদায় এসে উঠেছেন। স্থানীয় বাসিন্দা, আত্মীয় পরিজন, জেলা প্রশাসনের সহযোগিতায় তাঁরা আশ্রয় নিয়েছেন মালদার পারলালপুর হাইস্কুলে। কিন্তু প্রাণভয়ে মালদার সেই স্কুলে আশ্রয় নেওয়া পরিবারের সদস্যরা কেমন আছেন? তা দেখতে বুধবার সেই স্কুলে এলেন তাঁদের পরিবার। সেখানে কেউ এসেছিলেন মায়ের সঙ্গে দেখা করতে তো কেউ এসেছিলেন মায়ের শূন্য কোলে সন্তানকে ফিরিয়ে দিতে।

    আপাতত পুলিশি পাহারায় ‘উদ্বাস্তু’ হয়ে পরিবারকে ছেড়ে দিন কাটাচ্ছেন তাঁরা। এমন পরিস্থিতিতে আশ্রিত বাসিন্দাদের সঙ্গে বুধবার সেই স্কুলে দেখা করতে এলেন তাঁদের পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, বুধবার সেখানে যাঁরা এসেছেন, তাঁরা সকলেই ধুলিয়ান পুরসভার ১৬ এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

    যেমন বিশ্বজিৎ ভকতের পরিবার রয়েছে ওই অস্থায়ী শিবিরেই। তিনি বলেন, ‘এখন দিনের বেলা পরিস্থিতি ঠিকঠাক থাকছে। কিন্তু রাত হলেই আমাদের আতঙ্ক লাগে। এখানে আমার শাশুড়ি রয়েছেন। মেয়েকে রাখতে এসেছি। রেখেই চলে যাব। কাদের মদতে এ রকম হামলা চালানো হচ্ছে তা আমরা জানি না।’ পরিবারকে দেখতে আসা আর একজন মিঠু চৌধুরী বলেন, ‘গত শনিবার থেকে আমার শ্বশুর বাড়ির লোক এই স্কুলে রয়েছেন। সব লুট করে নিয়েছে হামলাকারীরা। বাচ্চাটা এতদিন ধরে মাকে ছাড়া রয়েছে, কান্নাকাটি করছে। তাই ওকে এখানে রাখতে এসেছি। বাড়ি ফিরতে খুব ভয় লাগছে।’ যদিও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় সিআরপিএফ-বিএসএফের টহল চলছে। কিন্তু তা সত্ত্বেও সেখানকার বাসিন্দারা যে ভয়ে দিনের পর দিন কাটাচ্ছেন তা তাঁদের কথা থেকে স্পষ্ট।

  • Link to this news (এই সময়)