কাটা মুণ্ড ঘিরে শোরগোল পড়ে গেল হুগলির কামারকুণ্ডুতে। মানুষের আস্ত কাটা মুণ্ড নিয়ে পাড়ায় ঘুরছিল কুকুর। তার থেকে টপ টপ করে ঝরে পড়ছিল তাজা রক্ত। এমন দৃশ্য দেখেই চক্ষু চড়কগাছ সকলের। কুকুরটিকে তাড়া করতেই মুণ্ড মুখ থেকে ফেলে দিলেও দূরে পালাতে নারাজ। এমনই ঘটনা সামনে এল বুধবার সকালে।
জানা গিয়েছে, এ দিন সকাল ন’টা নাগাদ চণ্ডীতলার বেগমপুর ২০ নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে কুকুরকে মানুষের কাটা মুণ্ড নিয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কুকুরের মুখে কাটা মুণ্ড দেখেই খবর যায় কামারকুণ্ডু জিআরপি ও চণ্ডীতলা থানায়। দুই থানা থেকেই আসে পুলিশ। তারা পৌঁছনো পর্যন্ত জায়গাটি ঘিরে রেখে কুকুরের থেকে কাটা মুণ্ড উদ্ধার করে স্থানীয়রা।
পুলিশ আসতে স্থানীয়রা জানান, মুণ্ডটি কোনও স্থানীয় বাসিন্দার নয়। রক্তের ফোঁটা দেখে সন্ধান করতেই দেখা যায় কাটা মুণ্ড যেখানে পাওয়া গিয়েছে তার থেকে প্রায় তিনশো ফুট দূরে হাওড়া-বর্ধমান কর্ড শাখার রেল লাইন। সেখানে খুঁজতেই মেলে মাথা কাটা মানুষের ধড়। খবর যায় রেল পুলিশেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মুণ্ড ও দেহ কোনও রেলযাত্রীর। যদিও এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তের পর অনুমান, কোনও দূরপাল্লার ট্রেন থেকে মাথা বের করেছিলেন ওই যাত্রী। ট্রেনটি প্রচণ্ড গতিতে থাকায় অসাবধানতাবশত ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান ওই যাত্রী। ধাক্কার তীব্রতায় ধড় থেকে মুণ্ড কেটে ছিটকে পড়ে। ধড় পড়ে থাকে ট্র্যাকে। অজ্ঞাত পরিচয় যুবকের ধড় ও দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।