• থানার নাকের ডগায় অবৈধ পেট্রল পাম্প, DSP হানা দিতেই রাতারাতি উধাও ডিসপেন্সার মেশিন
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৫
  • বীরভূমে লোকপুর থানার সামনে গত দু’মাস ধরে রমরমিয়ে চলছিল অবৈধ পেট্রল পাম্প। মঙ্গলবার খবর পেতেই সেখানে হানা দেন ডিসট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি (DSP)। তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, বুধবার সকালে সেখান থেকে রাতারাতি উধাও পেট্রল ডিসপেন্সার মেশিনটিই।

    পুলিশ জানিয়েছে, গত দু’মাস ধরে সেখানে একটি অবৈধ পেট্রল পাম্প চালাচ্ছিলেন লোকপুরের বাসিন্দা শেখ আনারুল। মঙ্গলবার সেই অবৈধ পেট্রল পাম্পটি নজরে আসে DSP-র। এর পরই সেখানে অভিযান চালান। এ দিকে পুলিশ আসছে খবর পেয়েই চম্পট দেয় সেখানকার কর্মীরা।

    এর পর ২৪ ঘণ্টাও কাটেনি। বুধবার সকালের মধ্যেই ওই অবৈধ পেট্রল পাম্পটি থেকে ডিসপেন্সার মেশিনটি উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে ডিসট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের DSP স্বপন কুমার চক্রবর্তী বলেন, ‘গত দু’মাস ধরে এই অবৈধ পেট্রল পাম্পটি চলছিল। কালকে আমি যেতেই পেট্রল পাম্পের কর্মীরা ছুটে পালিয়ে যায়। তবে মালিকের নাম পাওয়া গিয়েছে। আমি লোকপুর থানাকে বলেছি তাকে দ্রুত গ্রেফতার করতে।’

    এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ। কী ভাবে এত দিন ধরে লোকপুর থানার নাকের ডগায় এই অবৈধ পেট্রল পাম্প চলছিল, স্থানীয় বাসিন্দাদের মধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, বীরভূমে ব্যাঙের ছাতার মতো একের পর এক অবৈধ পেট্রল পাম্প গজিয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে। ‘পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন’ এখনও পর্যন্ত জেলায় প্রায় ৪০টি অবৈধ পেট্রল পাম্পের সন্ধান পেয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত সোমবারও দুবরাজপুরের কামালপুর এলাকায় একটি অবৈধ পেট্রল পাম্পে হানা গিয়ে সেই পাম্পটি বন্ধ করে দিয়েছিল পুলিশ। সেই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন একজন।

  • Link to this news (এই সময়)