• নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলা নতুন বছরের প্রথম দিন বাইক কিনেছিলেন। সেই বাইক নিয়ে গিয়েছিলেন মন্দিরে পুজো দিতে। আর বাড়ি ফেরা হল না। পথদুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিপ্লব সাহা (২১)। বাড়ি হাবড়ার শ্রীপুরে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাংলা নতুন বছরের প্রথম দিন বাবার কাছ থেকে টাকা নিয়ে বিপ্লব একটি নতুন মোটরবাইক কিনেছিলেন। শোরুম থেকে বের করেই সেই বাইক নিয়ে তিনি সোজা গাইঘাটার জলেশ্বর মন্দিরে পুজো দিতে চলে গিয়েছিলেন। রাত সাড়ে ন'টা নাগাদ বিপ্লব যশোর রোড ধরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গণদীপায়ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চার চাকার গাড়ির সঙ্গে বিপ্লবের বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। রাস্তা থেকে বেশ খানিকটা দূরে তিনি ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় ওই যুবক অত্যন্ত দ্রুত বেগে বাইক চালাচ্ছিলেন। তার মাথায় হেলমেটও ছিল না। মৃত যুবকের দেহটি বারাসাত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)