• লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লেপার্ডের হানায় আহত হলেন এক মহিলা চা শ্রমিক। বুধবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার রাজাভাত চা বাগানে।

    বুধবার সকালে রাজাভাত চা বাগানের নয় নম্বর সেকশনে অন্যান্য শ্রমিকদের সঙ্গে বাগানের চা গাছ পরিচর্যার কাজ করছিলেন শকিলা আনসারি নামে ওই চা শ্রমিক। সেই সময় আচমকা একটি লেপার্ড পেছন থেকে এসে তাঁর উপর ঝাপিয়ে পড়ে। শকিলাও ভয় না পেয়ে নিজের প্রাণ বাঁচাতে লেপার্ডের সঙ্গে লড়াই শুরু করেন। বেশ কিছুক্ষণ চলে ধস্তাধস্তি। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা চলে আসলে পরিস্থিতি বেগতিক দেখে লেপার্ডটি পালিয়ে যায়। লেপার্ডের আক্রমণে মহিলা চা শ্রমিক গুরুতর আহত হন। অন্যান্য শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে কালচিনির লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

    আহত চা শ্রমিকের আত্মীয় সাবির আনসারির দাবি, চা বাগানে প্রায়ই লেপার্ড আক্রমণ করে বসে। অভিযোগ, বন দপ্তরকে বারংবার জানিয়েও কোনও লাভ হয়নি। স্থানীয় চা বাগানের সমাজসেবক সিরাজ মিঁয়া বলেন, চা বাগানে প্রতিনিয়ত শ্রমিকরা লেপার্ডের সঙ্গে লড়াই করে জীবন যাপন করছে। রুজিরুটির দায়ে প্রাণের ঝুঁকি নিয়ে শ্রমিকরা চা বাগানে কাজ করে। 

     
  • Link to this news (আজকাল)