উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ ...
আজকাল | ১৭ এপ্রিল ২০২৫
মিল্টন সেন,হুগলি: হুগলি গ্রামীণ পুলিশের জালে দুই মাদক কারবারি। তাদের লক্ষ্য ছিল হেরোইন বিক্রি। সেই কারণেই ভিন রাজ্য থেকে সোজা হুগলির ত্রিবেনীতে। তবে শেষরক্ষা হল না। গ্রেপ্তার দুই ব্যক্তি। তাদের কাছে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার হেরোইন।
ধৃত মাদক কারবারি উত্তর প্রদেশের বরেলির বাসিন্দা কাশিনাথ গুপ্তা এবং বাঁশবেড়িয়া কলবাজারের বাসিন্দা বিজয় জয়সোয়াল। বুধবার হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, গোপন সূত্রে মাদক হাত বদলের খবর এসেছিল পুলিশের কাছে। খবর ছিল ট্রেনে করে এক যুবক উত্তর প্রদেশ থেকে বাঁশবেড়িয়ায় আসছে, মাদক বিক্রি করতে। বাঁশবেড়িয়া কলবাজার এলাকায় কোনও রিসিভারকে সে ওই মাদক পৌঁছে দেবে।
সেই অনুযায়ী আগাম প্রস্তুত ছিল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। পরিকল্পিত ভাবে কলবাজার সংলগ্ন ত্রিবেনী শিবপুরে থাকা পরিত্যক্ত রিফিউজি ক্যাম্প ঘিরে রেখেছিল সাদা পোশাকের পুলিশ। যথা সময়ে উত্তরপ্রদেশের সেই মাদক কারবারি সেখানে পৌঁছয়। ক্যাম্পের ভিতর ফাঁকা জায়গায় সেই মাদক হাত বদল করার সময় দু’ জনকে গ্রেপ্তার করা হয়। দুজনের কাছ থেকে ২০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় হয়েছে।
এদিন ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। ধৃত দু’ জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই মাদক কারবারে যুক্ত বাকিদের খোঁজ চালানো হবে বলে জানা গিয়েছে।