• নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ১৭ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যাঁদের বাড়িঘর, দোকান ভাঙচুর হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে তাঁদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। কার কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই রিপোর্টের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।

    ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ ও মালদহের কয়েকটি এলাকা। মূলত সুতি, জঙ্গিপুর, সামশেরগঞ্জ এবং ফরাক্কায় অশান্তি ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অশান্তির ঘটনায় প্রাণহানি পর্যন্ত ঘটেছে। জখম হয়েছেন অনেকে। অশান্তির কারণে বহু পরিবারকে ঘরছাড়া হতে হয়েছে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেমদের সমাবেশ থেকে মমতা জানিয়েছেন, রাজ্যে অশান্তির ঘটনায় দুই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে।

    অশান্তির ঘটনায় অনেকের বাড়িঘর, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদেরও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। দোকানপাট কার কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখবেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।

    মমতার কথায়, ‘ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে রয়েছে সরকার। মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা ধরা পড়েছে। যথেষ্ট গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের বাড়ি নতুন করে তৈরি করে দেওয়া হবে।
    যদিও রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেছেন জাফরাবাদের মৃত বাবা–ছেলের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ক্ষতিপূরণ তাঁরা চান না। পুলিশ সময় মতো এলে পরিবারের দুই সদস্যকে এভাবে হারাতে হত না।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)