জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাইয়ের হাতে ভাই খুন। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার নাকাশিপাড়ার ধনঞ্জয়পুর পঞ্চায়েতের অন্তর্গত ধাপারিয়ায় গ্রামে। দুই ভাইয়ের বচসার পর আচমকা ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। কী কারণে এই হত্যাকাণ্ড জানা যায়নি। ছোট ভাই ফড়িং শেখ ও পর বড় ভাই সামিরুল শেখের মধ্যে ধস্তাধস্তি হয়। ছোট ভাই ফড়িং, বড় ভাই সামিরুল শেখ কে ধাক্কা দিলে আচমকা পড়ে যায় গরুর বাধা খুঁটিতে।
এরপর মাছ কাটার বটিতে কোপ মারে ছোট ভাই, বড় ভাইকে। এরপরে সেখানে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাঁকে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে চলে যায় নাকাশিপাড়া থানা পুলিশ। পরিবারের দাবি বড় ভাই এর মাথায় গন্ডগোল ছিল।
মৃতদেহ নাকাশিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর পুলিশ মর্গে পাঠানো হয়, এই নিয়ে মৃতের মা মনোয়ারা বিবি বলেন, বড় ছেলে পরে গিয়ে মাথায় লেগে মারা গেছে, তার মাথার ঠিক ছিল না। প্রতিবেশীরা বলে মাছের বটি দিয়ে কোপ মারে ছোট ভাই ফড়িং, বড় ভাই সামিরুল কে। সামিরুল এর মরদেহ পুলিশ মর্গে আনা হয় আজ দুপুরে। ছোট ভাই ফড়িং শেখ পলাতক। তদন্তে পুলিস।