• 'আমি দল করি বলে খুন করার অধিকার আমার নেই'!
    ২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৫
  • প্রসেনজিত্‍ মালাকার: বীরভূমে খয়রাশোলে 'গোষ্ঠীদ্বন্দ্ব'। তৃণমূলকর্মীকে খুনে গ্রেফতার তৃণমূলেরই কর্মী! 'আমি দল করি বলে খুন করার অধিকার আমার নেই',  বললেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, 'পুলিস আছে। পুলিস ব্যবস্থা নেবে'। 

    প্রায় ২ মাস পার। গত ফ্রেরুয়ারিতে খয়রাশোলের কাঁকরতলায় খুন হন এক তৃণমূলকর্মী। নাম, নিয়ামুল হক। সেদিন স্থানীয় বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে ফিরছিলেন তিনি। মাঝ পথে নিয়ামতকে আটকান বেশ কয়েক জন। এরপর বাইক থেকে নামিয়ে রীতিমতো রড, লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকী, পাথর দিয়ে থেঁতলে দেওয়া শরীরের বিভিন্ন অংশ। পরে নিয়ামুলকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তৃণমূল কর্মীকে। ওই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। 

    এদিন সেই খয়রাশোলেই তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন করলেন অনুব্রত। তিনি বলেন, প্রথম মানুষ হওয়া দরকার। হিন্দু মুসলমান না করে। উজ্জ্বল কাদিরির রক্তটা ও আমার রক্তটা যদি কোন ডাক্তার বলে দেবে আলাদা? যদি বলে দেয় এটা হিন্দু রক্ত এটা মুসলমানের রক্ত আমি দল করব না। খয়রাশোলের মানুষ খুব ভালো। খয়রাশোলের মানুষ একটু বোকা তাই তাদের উস্কানো হয়। আর খুন করলে পুলিশ কাউকে ছাড়বে না। আমি হই, আর উজ্জ্বল কাদিরিই হোক, আর কেদারই হোক আর যেই হোক'।

     

  • Link to this news (২৪ ঘন্টা)