• নিম্নচাপ-অক্ষরেখার জোড়া ফলা! আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব জেলাতেই বজ্রপাত-সহ বৃষ্টি, সঙ্গে ঝড়!
    ২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৫
  • সন্দীপ প্রামাণিক: মধ্য প্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আরেকটি নিম্নচাপ অক্ষরেখা তিন থেকে ছয় কিলোমিটার পর্যন্ত সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত রয়েছে। এর ফলে আগামী ২-৩ দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ৭২  ঘণ্টা সমস্ত জেলাতেই বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    হাওয়া অফিসের মতে, পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ ২৪ পরগনা বীরভূমে দমকা হাওয়া-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার এবং ১৮ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকবে। এর সঙ্গে দমকা হওয়ার গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ১৯ এপ্রিল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। ১৯ এবং ২০ এপ্রিল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে।

    ২১ এপ্রিল থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে তাপমাত্রা বাড়বে। এখন দিনের তাপমাত্রা স্বাভাবিক কোনও কোনও জায়গায় স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে আগামী ৪/৫ দিন সমস্ত জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংয়ে আগামী দু-তিন দিন  বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

    কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী দু-তিন দিন আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা হাওয়া বইবে। আদ্রতা থাকলেও নিম্নচাপের ফলে অস্বস্তি কম থাকবে। আগামী চারদিন পর ২১ এপ্রিল তাপমাত্রা আবার বাড়বে। এদিকে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে হালকা মাঝারি। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। 

  • Link to this news (২৪ ঘন্টা)