• মুর্শিদাবাদের হিংসা-অশান্তির তদন্তে ৯ সদস্যের সিট গঠন রাজ্যের
    প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা মুর্শিদাবাদ। একের পর ঘটনায় তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই হিংসার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন বা সিট গঠন করল রাজ্য পুলিশ। ৯ সদস্যের এই দল এই কয়দিনে ঘটা বিভিন্ন হিংসার কাণ্ডগুলির তদন্ত করবে বলে জানা গিয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয় সদস্যের এই বিশেষ দলের মাথায় রয়েছে আইবির এক কর্তা।  অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই দল কাজ করবে। দলে রয়েছে জেলা পুলিশের সেরা পুলিশকর্মীরাও। কেন গঠন করা হল এই দল?  জানা গিয়েছে, শুক্রবার থেকে হিংসা ছড়ানো, অশান্তি, ভাঙচুরের যে ঘটনাগুলি ঘটেছে তার তদন্ত করবে বিশেষ দল।

    ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু হয় মুর্শিবাদের জঙ্গিপুর, ধুলিয়ান, সামশেরগঞ্জ, সুতিতে। শুক্রবার থেকে সেই বিক্ষোভ ‘গুন্ডামি’তে পরিণত হয়। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়ি, সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের বাড়িতে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তার মাঝেই বাড়িতে টেনে গিয়ে বাবা-ছেলেকে খুনের ঘটনা ঘটে।

    সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বলেন, “কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না।” এদিকে হাই কোর্টের নির্দেশে নামানো হয় আধাসেনা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এবার সেই ঘটনাগুলির তদন্তে বিশেষ দল বা সিট গঠন করা হল। এর আগে রাজ্যের সেরা ২৩ জন পুলিশ কর্তাদের মুর্শিদাবাদ ডেকে পাঠানো হয়। এবার সিট গঠন। 

    এদিকে বাবা-ছেলে খুনে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হিংসা ছড়ানোর অভিযোগে সামশেরগঞ্জ থেকে বুধবার আরও ২২জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে পুলিশ। নতুন করে উত্তেজনার খবর আসেনি বলেই জানিয়েছে তারা। 
  • Link to this news (প্রতিদিন)