• নুডলস-চিলি চিকেনের বিল ১০ হাজার! ডেটিং অ্যাপের ফাঁদ শহরে
    প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৫
  • অর্ণব আইচ: স্টার্টারে ফিশ ফিঙ্গার বা চিকেন পকোড়া। তার পর ফ্রায়েড রাইস, চিলি চিকেন। বড়জোর সঙ্গে নুডলস বা আইসক্রিম। অথবা, মটন বিরিয়ানি আর চিকেন চাপ। সঙ্গে ফিরনি। দু’প্লেট খাবারের দাম দশ হাজার টাকা। কোনও পাঁচতারা বিলাসবহুল হোটেলে নয়। সাধারণ এক রেস্তোরাঁয় এ হেন বিল দেখে হতবাক হয়ে যান খদ্দেররা। এই বিল না মেটালে প্রথমে মারধর, এমনকী খুনের হুমকি। বিল নিয়ে বচসা আর প্রশ্ন তুলতেই শুরু ব্ল‌্যাকমেল।

    এ এক নতুন ধরনের সাইবার অপরাধ। আর এর পিছনে রয়েছে ডেটিং অ‌্যাপ। সুন্দরী যুবতীদের কাজে লাগাচ্ছে চক্রটি। চক্রে শামিল রয়েছে রেস্তোরাঁও। ওই অ‌্যাপের মাধ‌্যমে যোগাযোগ হওয়ার পর সুন্দরী যুবতীদের মাধ‌্যমে ফাঁদ পাতা হয়। ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই চক্রের সদস‌্য এক যুবতী ও চক্রের এক মাথা। পুলিশের মতে, রাজ্যের অন‌্য জেলা ও কমিশনারেট এলাকায়ও ফাঁদ পেতেছে ওই সাইবার অপরাধীরা। ফলে রাজ‌্যজুড়ে এই সাইবার অপরাধীদের থেকে সতর্ক করা হয়েছে।

    পুলিশের সূত্র জানিয়েছে, টাকার টোপ দিয়ে যুবতীদের দলে টানে চক্রের মাথারা। যুবতীরা নিজেদের জাল প্রোফাইল তৈরি করে কয়েকটি বিশেষ ডেটিং অ‌্যাপে ছবি-সহ পাঠাতে শুরু করে। তারা অ‌্যাপে জানায়, সুপুরুষ সঙ্গীদের সঙ্গে ‘ডেট’ করতে ইচ্ছুক। ওই যুবতীরা বিভিন্ন ধরনের ছবি আপলোড করে।

    তা দেখে কয়েকজন ব‌্যক্তি আকৃষ্টও হন। মোবাইল নম্বরের আদানপ্রদান হওয়ার পর ব‌্যক্তিরা যুবতীদের সঙ্গে কথাও বলেন। এর পর যুবতী বলে, ওই ব‌্যক্তিটি কবে ও কখন ‘ডেট’ করতে আসবে। শুধু যুবতীর আবদার, তার পছন্দমতো দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় বসে দু’জন মিলে কথা বলবেন। ওই ব‌্যক্তি যেন তাকে লাঞ্চ বা ডিনার খাওয়ান।

    ব‌্যক্তিটিও নতুন বান্ধবীর প্রস্তাবে রাজি হয়ে যেতেন। গোয়েন্দারা জেনেছেন, মূলত ভবানীপুরের এলগিন রোডের উপর একটি রেস্তোঁরায় যুবতীরা নিয়ে যায় ওই ব‌্যক্তিদের। মেনু কার্ড দেখেই খাবারের অর্ডার দেওয়া হয়। কিন্তু তাতে অস্বাভাবিকতা কিছু নেই। রেস্তোরাঁয় মহিলা তার ডেটিং অ‌্যাপের ‘বন্ধু’র পাশে ঘনিষ্ঠ হয়ে বসে। সেই ছবি ও ভিডিও লুকিয়ে ক‌্যামেরাবন্দিও করা হয়। প্রথমে স্টার্টার, তার পর মেন কোর্সের খাবার আসতে থাকে। সব শেষে আইসক্রিম। এর মধ্যেই দু’জনের ঘনিষ্ঠতা ও গল্প। লাঞ্চ বা ডিনারের শেষে বিল নিয়ে আসে ওয়েটার।

    দেখা যায়, বিলের পরিমাণ কোনওমতেই দশ হাজার টাকার কম নয়। ওই বিল দেখে রীতিমতো আকাশ থেকে পড়েন ডেটিংয়ের এই বন্ধুটি। তিনি ওই বিল দিতে গররাজি হন। এবার তাঁর সামনে যে মেনু কার্ডটি নিয়ে আসা হয়, তার দামের জায়গায় অস্বাভাবিক পরিমাণ টাকা লিপিবদ্ধ করা। তাঁকে এবার রেস্তোরাঁর লোকেরা এসে বলে, তিনি দেখেশুনেই এত দামের খাবার খেতে রাজি হয়েছেন। এর প্রতিবাদ করে উঠলে বা চেঁচামেচি শুরু করলে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। প্রয়োজনে মারধরও করা হয় তাঁকে। এই গোলমালের মধ্যেই বান্ধবীটি উধাও হয়ে যায়। ওই ব‌্যক্তিটিকে যুবতীর সঙ্গে ঘনিষ্ঠভাবে তোলা ছবি ও ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল‌্যাকমেল করাও শুরু হয়।

    শেষ পর্যন্ত তিনি বাধ‌্য হন ওই বড় মূল্যের বিল মেটাতে। কিছুদিন আগে হুগলির সিঙ্গুরের এক বাসিন্দা এভাবেই ডেটিং অ‌্যাপে যোগাযোগ করতে গিয়ে এক যুবতীর ফাঁদে পড়েন। তাঁকে এলগিন রোডের রেস্তোরাঁয় নিয়ে এসে টাকার জন‌্য জুলুম করা হয়। বিল মেটালেও তিনি লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।
  • Link to this news (প্রতিদিন)