হাওড়া ডিভিশনের শতবর্ষে একাধিক কর্মসূচি নিল পূর্ব রেল। বুধবার সাংবাদিক সম্মেলন করে তার ঘোষণা করেন হাওড়ার ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। এ দিন এই উপলক্ষে একটি লোগোও প্রকাশিত হয়। ডিআরএম জানান, হাওড়া ডিভিশনের শতবর্ষ উপলক্ষে এই ডিভিশনে সময়ে ট্রেন চালানো এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিদিন হাওড়া স্টেশনে গড়ে ১১ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এর মধ্যে ৬৫ শতাংশ শহরতলির, লোকাল ট্রেনের যাত্রী। বাকি ৩৫ শতাংশ দূরপাল্লার ট্রেনের যাত্রী। ডিআরএম জানান, যাত্রীদের সুবিধাই রেলের কাছে প্রথম ও প্রধান। হাওড়া স্টেশনে আরও একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এই নিয়ে ২৪টি প্ল্যাটফর্ম হবে।
এ ছাড়া পুরোনো ডিআরএম অফিসের পরিবর্তে রেল মিউজিয়ামের পাশে নতুন ডিআরএম অফিস তৈরি করা হচ্ছে। মোটামুটি মাস দু’য়েকের মধ্যে তা চালুও করা হবে। হাওড়া ডিভিশনের ১৫টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান ডিআরএম সঞ্জীব কুমার। ব্যান্ডেল স্টেশনে তৈরি হচ্ছে আধুনিক মানের কোচিং ডিপো। ফলে এই ডিভিশন ধরে উত্তর ভারত এবং পূর্ব ভারতে আরও বেশি করে ট্রেন চালানো যাবে।
ডিভিশনের সূচনার শতবর্ষকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন ঘটনার ছবি, পোস্টার, পুরস্কারের ছবি দিয়ে সাজানো হবে লোকাল ট্রেনের একটি বগি। তা রাখা থাকবে প্রদর্শনীর জন্য। এ ছাড়াও বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে প্রকাশিত হবে স্মরণিকা। রাজধানী এক্সপ্রেসের একটি ইঞ্জিনকেও এই উপলক্ষে সাজিয়ে তোলা হবে। প্রকাশ করা হবে বিশেষ ডাকটিকিটও। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তায় হাওড়া স্টেশনে আরও CCTV বসানো হবে। হাওড়া, ব্যান্ডেল, কাটোয়ায় মহিলা RPF-এর জন্য তৈরি করা হচ্ছে ব্যারাকও।