আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এরপর দীর্ঘ আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। চরম অস্বস্তিতে পড়েছিল শাসকদল। কিন্তু তারপর সেই শাসকদলের তরফ থেকে বার বার দাবি করা হয় এত টাকা জুনিয়র ডাক্তাররা পাচ্ছেন কোথা থেকে?
তবে আন্দোলনকারীরা আগেই বলেছিলেন তাঁরা হিসেব দেবেন।
আর সেই কথা রাখলেন জুনিয়র ডাক্তাররা।
বুধবার জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আরজি কর হাসপাতালে গণকনভেনশন করা হয়েছিল। সেখানেই জুনিয়র ডাক্তাররা তাঁদের ফান্ডে কত টাকা উঠেছিল ও কত টাকা খরচ করা হয়েছে তার হিসেব দেন।
কোথা থেকে টাকা এসেছে, আর কোন খাতে কত খরচ হয়েছে তার সব হিসেব দিলেন জুনিয়র ডাক্তাররা। এমনকী তাদের ঝকঝকে ওয়েবসাইটও সামনে এসেছে।
সব মিলিয়ে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১শে মার্চ পর্যন্ত হিসাব দেওয়া হয়েছে। কার্যত আপডেট করা হয়েছে সেই হিসেব আর্থিক বছরের শেষ পর্যন্ত। এটা ডব্লিউবিজেডিএফের হিসেব।
সব মিলিয়ে তারা ২ কোটি ২৬ লাখ ১৯ হাজার ১৩ টাকা অনুদান পেয়েছে। মার্চ মাস পর্যন্ত তারা খরচ করেছে ৩১ লাখ ৮৬ হাজার ৩৩৪ টাকা। তাদের হাতে রয়েছে এক কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬০৪ টাকা।
তারা যে হিসেব দিয়েছে সেই অনুসারে জানা গিয়েছে, অনশনমঞ্চ তৈরি ও অনশন চালিয়ে যাওয়ার জন্য খরচ হয়েছিল ৪, ৫৯,৯২১ টাকা। WBJDF আরও প্রায় আড়াই লাখ টাকা খরচ করেছিল সভা সমাবেশের জন্য। ওয়েবসাইট ও অ্যাপ তৈরির জন্য খরচ হয়েছে ৪৪ হাজার টাকা। অভয়া ক্লিনিকে খরচ ১ লাখ ৯২ হাজার।আদালতে বড় খরচ হয়েছে প্রায় ১৯ লাখ ৯০ হাজার টাকা।
আরজিকরআরডিএ ১০ অগস্ট থেকে ৩১ মার্চের মধ্য়ে সংগ্রহ করেছিল ৫৬ লাখ ৮৮ হাজার ৪১২ টাকা। খরচ হয়েছে তাদের ৪৮ লাখ ৬১ হাজার ৯১২ টাকা। ধর্না মঞ্চে তাদের খরচ হয়েছে ৬ লাখ ২৬ হাজার টাকা। স্বাস্থ্যভবনের আন্দোলনে খরচ ৫ লাখ ৮৮ হাজার টাকা। আন্দোলনের খাবার ও জলে ২ লাখ ৪০ হাজার টাকা। নির্যাতিতার মূর্তি বসাতে খরচ ৫১ হাজার ৩০০ টাকা। অবস্থান আন্দোলন যাতায়াত খরচের জন্য় ১ লাখ ৭৫ হাজার টাকা, সাউন্ড সিস্টেমের জন্য় ১ লাখ ৬৯ হাজার টাকা। আইনি খরচ ২৫ লাখ ২০ হাজার টাকা।
এমসিকেআরডিএও তাদের অনুদান ও খরচের হিসেব দিয়েছে। তবে তিনটি সংগঠনের মোট অনুদান মিলিয়ে এখনও ২ কোটি ২৯ লাখ ৭৭ হাজার ৬৬ টাকা তাদের কাছে রয়েছে। প্রসঙ্গত এমসিকেআরডিএ ১২ অগস্ট থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুদান পেয়েছে ৭৫ লাখ ১৩ হাজার ৭১০ টাকা। খরচ করেছে ৫৭ লাখ ৫ হাজার ৭৪৮ টাকা।
মোট অনুদান ৩ কোটি ৫৮ লাখ ১৫ টাকা। মোট খরচ হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৯৯৮ টাকা।