রাজ্যে একাধিক জায়গায় অশান্তি। সেই সময়েই শান্তি ও সম্প্রীতি বজায় রাখার কাজে দারুণ কাজ করছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই কারণেই সেই এলাকার পুলিশের কাজের প্রশংসা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার, সোশ্যাল মিডিয়া এক্স-এ সেই এলাকার পুলিশের কাজের প্রশংসা করলেন তিনি।
গত কয়েক দিন ধরেই ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার একাংশ। একই সঙ্গে এই আইনের প্রতিবাদ জানিয়ে অন্য জেলাতেও চড়েছে পারদ। সব থেকে বেশি অশান্তি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ানে। অন্তত ২ জনের মৃত্যু ছাড়াও অনেকগুলি বাড়ি, দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরছাড়া হয় বহু পরিবার। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিএসএফ এবং পুলিশের প্রচেষ্টায় সেখানে শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে বলে দাবি করেছে প্রশাসন।
তবে, এই ক্ষেত্রে ব্যতিক্রম ডায়মন্ড হারবার। সেখানকার পুলিশ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে । এই কথা জানিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক। সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি লেখেন, ‘এলাকাজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই।’ সেখানকার বাসিন্দাদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রেও পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান অভিষেক। এই সঙ্গে, এলাকাজুড়ে শান্তি ও জেলা প্রশাসনের প্রতি আস্থা রাখার জন্য ডায়মন্ড হারবারের সব সম্প্রদায়ের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে ওই পোস্টের সঙ্গে একটি ভিডিয়ো-ও জুড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাতে দেখা দিয়েছে, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে। সেখানে তিনি বলছেন, ‘আপনার প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু কেউ যদি কোনও সরকারি সম্পত্তির ক্ষতি বা হট্টগোল করে, আমি আপনাকে খাকি পোশাকের শক্তি দেখাব।’ এই সঙ্গে লেখা হয়েছে, সেখানে বিক্ষোভকারীরা জড়ো হলেও আইন লঙ্ঘন করতে পারেনি।