সাংবাদিকতা, ফটোগ্রাফি সহ একাধিক কোর্স, ইন্টার্নশিপ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে
বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শুধু সিলেবাসগত শিক্ষা নয়, তার বাইরে পেশাগত শিক্ষায় দক্ষতা বাড়াতে একাধিক অ্যাডঅন কোর্স ও ইন্টার্নশিপ চালু করছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে সে ব্যাপারে ঘোষণা করেন কলেজ কর্তৃপক্ষ। আইটির উপর ৯০ ঘণ্টার ওয়ার্কস বেসড কোর্স, সাংবাদিকতা, ফটোগ্রাফি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কোর্স শুরু হচ্ছে। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের প্রশাসক তথা রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি, কলেজের অধ্যক্ষ চন্দন রায়, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পড়ুয়ারা। রায়গঞ্জের মহকুমাশাসক তথা কলেজের প্রশাসক কিংশুক মাইতি বলেন, নতুন শিক্ষা ব্যবস্থাপনায় শুধু শিক্ষাজগতের সঙ্গেই নয়, পেশাগত দিক থেকেও পড়ুয়াদের সচেতন করা হয়।
তারজন্য পেশাগত দক্ষতা তৈরির অ্যাডঅন কোর্স কলেজে চালু হয়েছে। তবে তাঁর বার্তা, কোর্স বাছাইয়ের আগে পড়ুয়াদের কোর্সের ব্যাপারে জেনে, তবেই ভর্তি হওয়া ভালো। নচেৎ অনেকেই কোর্স সম্পূর্ণ করতে পারেন না।
সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় বলেন, ইনফোসিসের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা পিছিয়ে পড়া জেলাগুলিতে আইটির উপর ৯০ ঘণ্টার ওয়ার্কস বেসড কোর্স করাতে উৎসাহী।
চলতি শিক্ষাবর্ষের পড়ুয়ারা অ্যাডঅন কোর্স হিসেবে সেটি গ্রহণ করতে পারে। সাংবাদিকতা, ফটোগ্রাফি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কোর্স থাকছে। এই কোর্সগুলি করলে ভবিষ্যতে পড়ুয়ারা পেশাগত ক্ষেত্রে কিছুটা অগ্রাধিকার পাবে।
জাতীয় শিক্ষানীতি মেনেই এই ব্যবস্থা করা হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রগুলি কীভাবে চলছে, তারও প্রাথমিক বিষয় পড়ুয়ারা অনুধাবন করতে পারবে। তবে এতকিছুর মধ্যেও তাঁর আক্ষেপ, পড়ুয়াদের একাংশ প্রথমদিকে অ্যাডঅন কোর্সে ভর্তি হলেও পরে তা সম্পূর্ণ করতে উৎসাহ হারাচ্ছে।