• জলপাইগুড়িতে খাদিমেলায় ব্যাপক সাড়া, কোটি টাকা ছাড়াল বিক্রি
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খাদিমেলায় বিক্রি ছাড়াল কোটি টাকা। বুধবার মেলার শেষদিনে বিক্রির অঙ্ক দাঁড়ায় এক কোটি ৪০ লক্ষ টাকা। জলপাইগুড়ি শহরে রবীন্দ্রভবন প্রাঙ্গণে গত ৩০ মার্চ জোনাল খাদিমেলা শুরু হয়। উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ক্ষুদ্র ও কুটির শিল্পীরা তাঁদের উৎপাদিত পসরা নিয়ে আসেন মেলায়। হরেক স্টলের পাশাপাশি মেলা প্রাঙ্গণে উঠে আসে আস্ত গ্রামীণহাট। মেলায় বিক্রির পরিমাণ দেখে খুশি জেলা প্রশাসনের আধিকারিকরা। শেষদিনে জেলাশাসক শমা পারভীনকে তাঁতের শাড়ি উপহার দেন ময়নাগুড়ির দক্ষিণ মৌয়ামারির হস্তশিল্পীরা।

    জেলাশাসক বলেন, এর আগে যখন জলপাইগুড়িতে খাদিমেলা হয়েছিল, তখন আট লক্ষ টাকার মতো বিক্রি হয়েছিল। কিন্তু এবার মেলায় অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত মেলায় এক কোটি ২৮ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে। শেষদিনে বিক্রি হয়েছে আরও ১২ লক্ষ টাকার সামগ্রী। খাদি আমাদের পরম্পরা। সেই পরম্পরাকে রক্ষা করতে খাদিকে আরও এগিয়ে নিয়ে যেতে বলে বার্তা দেন জেলাশাসক।    
  • Link to this news (বর্তমান)