• এনজেপিতে খোলা জানালা দিয়ে ঘরে ঢুকে টাকা-গয়না চুরি, চাঞ্চল্য
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এনজেপি ভক্তিনগর দেশপ্রিয় সরণিতে চুরির ঘটনা ঘটল। বাড়ির সদস্যদের ঘুমের সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ টাকা ও বিভিন্ন দামী জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ওই এলাকার বাসিন্দা অসিত মালাকারের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। বুধবার সকাল থেকেই এ নিয়ে চাঞ্চল্য ছিল পাড়ায়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যান অসিত মালাকার সহ বাড়ির সদস্যরা। বুধবার সকালে উঠে দেখেন, ঘরের দরজা এবং আলমারির দরজা ভাঙা। ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর চুরির ঘটনা সামনে আসে। তবে কীভাবে দুষ্কৃতীরা ঘরের ভেতর ঢুকেছিল, তা বুঝতে পারছেন না তারা। অসিতবাবু জানান, গরমের জন্য জানালা খোলা রাখা হয়েছিল। জানালা দিয়ে ভিতরে ঢুকে ঘরের দরজা খোলা হয়। তবে রাতে কোনও শব্দ কানে আসেনি তাদের। পরিবারের অনুমান, ঘুমের মধ্যে কিছু স্প্রে করা হয়েছে। ঘটনায় আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য সহ এলাকাবাসী। এদিন এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন অসিতবাবু। পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্তে শুরু করেছে।

    অন্যদিকে, শিলিগুড়ির হাকিমপাড়া গার্লস প্রাইমারি স্কুলে এদিন চুরির ঘটনা লক্ষ্য করেন শিক্ষিকারা। পরপর ছুটির পরে এদিন স্কুলে এসে শিক্ষিকারা দেখেন, স্কুলের বেশকিছু ইলেকট্রিক তার চুরি হয়ে গিয়েছে। এরপর শিলিগুড়ি থানায় খবর দিলে পুলিস এসে ঘটনার তদন্ত শুরু করে। শহরে চোরের উপদ্রব বন্ধ করতে আরও বেশি নজরদারির দাবি করেছেন বাসিন্দাদের একাংশ। 

    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, দুটি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)