কাঁটাতারের ওপার থেকে চাষিকে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের
বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, শীতলকুচি: কাঁটাতারের বেড়ার ওপারে ধান খেতে কাজ করার সময় ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। ঘটনায় শোরগোল পড়ে যায় কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পশ্চিম শীতলকুচিতে। অপরদিকে, বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে দুই বাংলার সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের নগর শিঙিমারি সীমান্তে মাদক দ্রব্য পাচারের সময় বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশি পাচারকারী জখম হয়। তাকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান বিএসএফ জওয়ানরা। প্রাথমিক চিকিৎসার পর তাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃত বাংলাদেশির নাম হাসিনুর ইসলাম। তার বাড়ি বাংলাদেশের লালমণিরহাট জেলার মধ্য শিঙিমারিতে।
অপরদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পশ্চিম শীতলকুচি গ্রামের এক চাষিকে অপহরণের অভিযোগ ওঠে বাংলাদেশিদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিএসএফের অনুমতি নিয়ে উকিল বর্মন ও তাঁর স্ত্রী সীমান্তের ওপারে তাদের ধান খেতে জল দিতে গিয়েছিলেন। উকিলের স্ত্রী সব্যবালা বর্মন বলেন, সকালে ৮টা নাগাদ কাঁটাতারের বেড়ার ওপারে ধান খেতে জল দিতে গিয়েছিলাম। বেলা ১২টা নাগাদ সেচের মেশিনটি বেড়ার পাশে রেখে আমাকে সেখানেই থাকতে বলে স্বামী ধান খেতের দিকে যান। সেই সময় তাঁর চিৎকার শুনতে পাই। চার থেকে পাঁচজন বাংলাদেশি আমার স্বামীকে তুলে নিয়ে যায়।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্তে ভিড় করেন স্থানীয়রা। পৌঁছয় মাথাভাঙা সার্কেল ইন্সপেক্টর অজয়কুমার মণ্ডল, শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো সহ বিশাল পুলিস বাহিনী। বাংলাদেশি পাচারকারীকে গুলির ঘটনায় এই ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে বলেই মনে করেছেন বাসিন্দাদের একাংশ। মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই জানান, বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। যদিও এ নিয়ে বিএসএফের তরফে কোনও মন্তব্য পাওয়া না গেলেও জানা গিয়েছে বিজিবি’র সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের মধ্য দিয়ে ভারতীয়কে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের এই কর্মকাণ্ডকে নিন্দা জানিয়েছেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। দ্রুত ভারতীয় চাষিকে ফেরানোর আর্জি জানিয়েছেন তিনি। এদিনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ বলেন, সীমান্তে বিএসএফের উপস্থিতিতে একজন চাষিকে অপহরণের ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা চাই, প্রশাসন দ্রুত তাঁকে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করুক।