সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুরে কৃষক খুনে অভিযুক্তকে রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কালাম আলি (৩০)। বাড়ি মধ্য সৈয়দপুর। প্রতিবেশী কৃষককে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকলেও শেষ রক্ষা হল না অভিযুক্তের। মৃত কৃষকের পরিবার হরিরামপুর থানায় মঙ্গলবার রাতে খুনের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর লাগোয়া এলাকা থেকে কালামকে গ্রেপ্তার করে হরিরামপুর থানার পুলিস। নববর্ষের দুপুরে হরিরামপুর থানার মধ্য সৈয়দপুরে জমির আল ছাঁটাকে কেন্দ্র করে রজ্জব আলি ও কালাম আলির বচসা হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। তখনই কালাম কোদাল দিয়ে কুপিয়ে রজ্জবকে খুন করে বলে অভিযোগ।
ঘটনার পরই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত যুবক। মৃতের পরিবার হরিরামপুর থানায় মঙ্গলবার রাতেই খুনের অভিযোগ করে। অভিযুক্তের খোঁজে চলে তল্লাশি। অবশেষে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার হয় কালাম। পুলিস অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে,দীর্ঘদিন থেকে দু’জনের মধ্যে বিবাদ ছিল। নববর্ষে ফের বচসা শুরু হলে অভিযুক্ত কালাম কোদাল দিয়ে প্রতিবেশী রজ্জবকে এলোপাথাড়ি কোপায়। বৃহস্পতিবার অভিযুক্তকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করবে। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, পুরনো জমি বিবাদ প্রাথমিকভাবে সামনে আসছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। স্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ তাসলিমা বিবি। তাঁর দুই সন্তান রয়েছে। তাসলিমা জানান, অভিযুক্তর ফাঁসি চাই। - নিজস্ব চিত্র