• মুর্শিদাবাদ কাণ্ডের জের, সতর্ক বাঁকুড়া জেলা পুলিস
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মুর্শিদাবাদে অশান্তির আবহে বাঁকুড়ায় জেলা গোয়েন্দা বিভাগকে (ডিআইবি) সতর্ক করেছে জেলা পুলিস। এলাকাভিত্তিক তথ্য জোগাড় করার ক্ষেত্রে আরও পেশাদার হওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কর্মসূচির ব্যাপারে আগাম ‘ইনপুট’ জেলা পুলিসকে জানাতে বলা হয়েছে। এব্যাপারে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ডিআইবির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জেলা পুলিসের বিশেষ টিম নজর রাখছে। সম্প্রীতি ও শান্তি নষ্ট করতে পারে এমন কোনও পোস্ট সামাজিক মাধ্যমে করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিস জানিয়েছে।

    বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, আমরা সারা বছরই ডিআইবিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে থাকি। মুর্শিদাবাদের মতো পরিস্থিতি বাঁকুড়ায় তৈরি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে জঙ্গলমহলের জেলা হওয়ায় এখানে অন্যরকম চ্যালেঞ্জ রয়েছে। তার মোকাবিলা করতে হবে। ফলে সবমিলিয়ে আমরা সতর্ক রয়েছি। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। সেখানে কেউ উস্কানিমূলক পোস্ট করলে পুলিস আইনানুগ ব্যবস্থা নেবে।

    উল্লেখ্য, বিভিন্ন ঘটনায় পুলিসের গোয়েন্দা বিভাগের কাজকর্ম নিয়ে প্রশ্ন ওঠে। একসময় মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে পুলিস ঢুকতে পারত না। ওই সময় গোয়েন্দা বিভাগের কর্মী-আধিকারিকরা অনেক কাঠখড় পুড়িয়ে ইনপুট জোগাড় করতেন। পরে জঙ্গলমহলের পরিস্থিতি শান্ত হলেও মাঠে ময়দানে গোয়েন্দা বিভাগের কর্মীদের সেভাবে নামতে দেখা যায় না। বর্তমানে ভিলেজ পুলিস ও সিভিক ভলান্টিয়ারদের উপর তাঁরা বেশি ভরসা করেন। অনেক সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশ পাওয়ার পর তাঁদের টনক নড়ে। এক্ষেত্রে ডিআইবি আধিকারিকদের কাছে কর্মীরা মাঝেমধ্যে কড়া ধমক খান বলেও ঘনিষ্ঠ মহলে স্বীকার করেন। 

    অন্যদিকে, ভিনজেলার ঘটনার জেরে কোনও মন্তব্য বা সামাজিক মাধ্যমে পোস্টকে কেন্দ্র করে যাতে বাঁকুড়ায় অশান্তি দানা বাঁধতে না পারে তা সকলকে দেখতে হবে বলে পুলিস-প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে। সেই কারণে পুলিসের তরফে সামগ্রিকভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কড়া দৃষ্টি রাখছেন দুঁদে গোয়েন্দারা। এক পুলিস আধিকারিক বলেন, বাঁকুড়া এমনিতেই শান্তিপ্রিয় জেলা। অন্যত্র বিশৃঙ্খলা ঘটলেও এজেলার বাসিন্দারা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রেখেছেন। এবারও যাতে সমাজের সর্বত্র সুস্থিতি বজায় থাকে তা দেখার দায়িত্ব আমাদের সকলের। তিনি আরও বলেন, খবরাখবর পেতে সংবাদমাধ্যমের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের লোকজনের সঙ্গে গোয়েন্দা বিভাগের কর্মীদের যোগাযোগ রাখতে হয়। তবে এব্যাপারে অন্যের উপর বেশিমাত্রায় নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সাদা পোশাকে এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে ‘সোর্স’ বাড়াতে বলা হয়েছে। জঙ্গলমহলের থানা এলাকায় এব্যাপারে বাড়তি নজর রাখার নির্দেশ রয়েছে।
  • Link to this news (বর্তমান)