লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে দেড় কোটি গবাদি পশুকে টিকা দেবে রাজ্য
বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: লাম্পি স্কিন ডিজিজ রোগ প্রতিরোধের জন্য রাজ্যের দেড় কোটি গবাদি পশুকে বিশেষ টিকাকরণ করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই বিশেষ টিকা ২৩টি জেলায় পৌঁছে গিয়েছে। এই টিকার নাম গোট পক্স ভ্যাকসিন। সম্প্রতি এই রোগ গবাদি পশুদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। এই রোগে মৃত্যুর হার ৮০ শতাংশ। যার ফলে বিপাকে পড়তে হচ্ছে প্রাণী পালকদের। গবাদি পশুদের মারণ রোগ থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এক আধিকারিকের কথায়, এটা একটা ভাইরাল রোগ। অনেক গবাদি পশু এই রোগে আক্রান্ত হচ্ছে। তাই এই বিশেষ ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। এই ভ্যাকসিন নিলে মৃত্যুর হার ১০০ শতাংশ পর্যন্ত কমে যায়। সেইমতো এই টিকাকরণের কাজ শুরু হয়েছে।
লাম্পি স্কিন ডিজিজ গবাদি পশুর একটি সংক্রামক রোগ। এই রোগটি গবাদি পশুর চামড়ায় ছোট ছোট গোটা বা ফোস্কা তৈরি করে। সেইসঙ্গে গবাদি পশুর ব্যাপক জ্বর হয়। প্রাণী পালকদের কথায়, মানুষের জন্য এই রোগটি মারাত্মক নয়। তবে সংক্রামিত পশুর দুধ বা মাংস খাওয়া নিরাপদ নয়। সম্প্রতি এই রোগে গবাদি পশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। বিভিন্ন জেলার সেই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। যার ফলে অকালেই গবাদি পশুর মৃত্যু হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, এই রোগে গবাদি পশুদের মধ্যে মহামারির আকারও নিতে পারে।
সম্প্রতি নবান্ন থেকে একটা নির্দেশিকা জারি করা হয়। সেখানে এই দেড় কোটি ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়। এপ্রিল মাস জুড়ে এই কর্মসূচি চলবে বিভিন্ন জেলায়। প্রতিদিন বিকেল চারটের মধ্যে প্রতিটি জেলাকে দৈনিক টিকাকরণের রিপোর্ট সাবমিট করতে হবে রাজ্যে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলার ৯৭ লক্ষ ৭ হাজার, জলপাইগুড়ি জেলার ৫৭ লক্ষ ২ হাজার, আলিপুরদুয়ার জেলার ৪১ লক্ষ ৭ হাজার, দার্জিলিং জেলার ৪৪ হাজার, কালিম্পং জেলার ৩৯ হাজার, শিলিগুড়ি জেলার ১ লক্ষ, উত্তর দিনাজপুর জেলার ৮ লক্ষ ৭৫ হাজার, দক্ষিণ দিনাজপুর জেলার ৪ লক্ষ ২৭ হাজার, মালদহ জেলার ৮ লক্ষ ৩২ হাজার, মুর্শিদাবাদ জেলার ৮ লক্ষ ১৬ হাজার, নদীয়া জেলার ৬ লক্ষ ৪৪ হাজার, উত্তর চব্বিশ পরগনা জেলার ৫ লক্ষ ৫০ হাজার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৮ লক্ষ ১৮ হাজার, হাওড়া জেলার ১ লক্ষ ৭০ হাজার, হুগলি জেলার ৭ লক্ষ ২০ হাজার, পূর্ব মেদিনীপুর জেলার ৮ লক্ষ ৬৫ হাজার, পশ্চিম মেদিনীপুর জেলার ১৪ লক্ষ ৩ হাজার, ঝাড়গ্রাম জেলার ৪ লক্ষ ৫১ হাজার, বাঁকুড়া জেলার ১১ লক্ষ ৮০ হাজার, পুরুলিয়া জেলার ৭ লক্ষ ৩৩ হাজার, পূর্ব বর্ধমান জেলার ১২ লক্ষ ১৭ হাজার, পশ্চিম বর্ধমান জেলার ২ লক্ষ ১০ হাজার এবং বীরভূম জেলার ৯ লক্ষ ৪০ হাজার গবাদি পশুকে এই টিকা দেওয়া হবে।