আসানসোলে জিটি রোডের উপর ফ্লাইওভার গড়বে রাজ্য সরকার
বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
সুমন তেওয়ারি, আসানসোল: শিল্পাঞ্চলে পরিকাঠামো উন্নয়নে বাড়তি জোর রাজ্যের। বণিকমহলের দীর্ঘদিনের দাবি মেনে এবার আসানসোলের জিটি রোডের ওপর বৃহৎ ফ্লাইওভার গড়তে চলেছে রাজ্য সরকার। আসানসোলের জিটি রোডের গির্জা মোড় থেকে রাহালেন পার করে এই ফ্লাইওভার তৈরি হবে বলে জানিয়েছেন শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। বুধবারই তিনি রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন। সেখানেই ফ্লাইওভার গড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে, যানজটের ভোগান্তি থেকে নিস্তার পাবেন আসানসোলবাসী। অন্যদিকে, ব্যবসায়ীদের পণ্যসামগ্রী যথা সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে। স্বাভাবিকভাবেই রাজ্যের উদ্যোগে খুশি শিল্পাঞ্চলের বণিকমহল।
এদিন মলয়বাবু বলেন, ‘আমি যখন পূর্তমন্ত্রী ছিলাম তখন ফ্লাইওভারের সার্ভের কাজ শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরে বণিকমহল এই দাবি জানিয়ে এসেছে। সাধারণ মানুষেরও ফ্লাইওভারের দাবি। বুধবারই পূর্তদপ্তরের পক্ষ থেকে সবুজ সংকেত মিলেছে।’
আসানসোল শিল্পাঞ্চলের নতুন করে প্রচুর শিল্প সম্ভাবনার সৃষ্টি হয়েছে। ইস্কো ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশের অন্যতম বৃহৎ ইস্পাত কারখানা গড়তে চলেছে। শেল গ্যাস উত্তোলন নিয়েও আসানসোল শিল্পাঞ্চলে শিল্পের প্রসার ঘটছে। পাশাপাশি শহরের বাসিন্দা সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ব্যবসা বাণিজ্য। এ অবস্থায় অত্যাধিক চাপ আসানসোলের জিটি রোডের ওপর। শেরশাহের আমলের সেই প্রাচীন রাস্তা আজও লাইফ লাইন খনি শহরের। যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরাও সময়মতো নিজেদের সামগ্রী পরিবহন করতে পারছে না। এ অবস্থায় বিভিন্ন বণিক সংগঠন আসানসোলের জিটি রোডের ওপর ফ্লাইওভার করার দাবি জানিয়ে আসছে। মঙ্গলবারও ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মন্ত্রী মলয় ঘটকের কাছে বিষয়টি নিয়ে দরবার করে। বুধবার সকালে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের কাছেও একই দাবি জানিয়ে দরবার করা হয়। তারপর মন্ত্রীর কাছ থেকে মিলেছে সুখবর। এখন দেখার কত দ্রুত এই ফ্লাইওভারের কাজ শুরু হয়।
আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, ‘জিটি রোড ফ্লাইওভারের দাবি জানিয়ে আমরা রাজ্যকে চিঠি লিখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের উন্নয়ন নিয়ে বরাবরই বাড়তি দৃষ্টি দেন।’
ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি শচীন রায় বলেন, ‘আসানসোলে জিটি রোডের উপর ফ্লাইওভার হলে শিল্পের বিকাশে সদর্থক ভূমিকা নেবে। রানিগঞ্জের প্রবীণ ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ খৈতান বলেন, ‘আসানসোল রানিগঞ্জের যানজট সমস্যা রাজ্য সরকার মেটালে বিনিয়োগে ব্যবসায়ীরা বাড়তি উৎসাহিত হবেন। ’