• জামুড়িয়ায় ডায়েরিয়ার প্রকোপ, আক্রান্ত ২২
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্পাঞ্চলে ডায়ারিয়ার প্রকোপ। উদ্বেগ দেখা দিয়েছে জামুড়িয়ায়। এখনও পর্যন্ত ডায়ারিয়ায় ২২ জন আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জামুড়িয়া বিধানসভা এলাকায় হুডডুবি আদিবাসী পাড়ায় এই প্রকোপ দেখা গিয়েছে। এলাকাটি আসানসোল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আসানসোল পুর এলাকার মধ্যেই জলবাহিত এই রোগের সংক্রমণ হওয়ায় উদ্বগ ছড়িয়েছে। ঘটনার খবর পাওয়ার পরই তৎপর হয় আসানসোল পুরসভার স্বাস্থ্যদপ্তর। উপদ্রুত এলাকার পার্শ্ববর্তী বালানপুর আরবান প্রাইমারি হেলথ সেন্টার থেকে এলাকায় গিয়ে ওআরএস ও ওষুধ বিক্রি করা হয়। বুধবার পরিস্থিতি পর্যালোচনা করতে যান আসানসোল পুরসভার মেয়র পারিষদ সদস্য সুব্রত অধিকারী। দ্রুত সেখানে স্বাস্থ্যশিবির করার প্রতিশ্রুতি দেন মেয়র পারিষদ সদস্য। সুব্রত অধিকারী বলেন, এলাকার পার্শ্ববর্তী জায়গায় বেসরকারি কারখানা রয়েছে। তার পাশে ডিপ বোরিং থেকেই এলাকার বাসিন্দারা এতদিন জল খেয়ে আসছেন। সেখান থেকে কোনও সংক্রমণ হয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা প্রয়োজন। আসানসোল পুরসভার চিফ হেলথ অফিসার দীপক গঙ্গোপাধ্যায় বলেন, আমরা দ্রুত হুডডুবিতে গিয়ে স্বাস্থ্যশিবির করব। যেখানে জলের নমুনা সংগ্রহ করা হবে। তারপরই সিএমওএইচকে রিপোর্ট দেওয়া হবে। চন্দ্রামনি বাসকি,  সাবিত্রী মুর্মু, রেশমা হেমব্রমরা বলেন, বেশ কয়েকদিন ধরেই পেটের রোগে ভুগছে এলাকার মানুষ। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।
  • Link to this news (বর্তমান)